এক্সপ্লোর
বেঙ্গল সাফারিতে তিন সদ্যোজাতের সঙ্গে খেলা করছে বাঘিনী শিলা, দেখুন ছবি
![](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/08/21000004/web-dar-bengal-safari-still-01-200820.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
1/5
![বছর তিনেক আগেও বাঘিনী শিলা তিনটি সন্তানের জন্ম দেয়। খোদ মুখ্যমন্ত্রী তাদের নাম রেখেছিলেন-কিকা, ইকা আর রিকা। তবে অসুস্থতার কারণে একটি শাবক মারা যায়।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/08/20230948/web-dar-bengal-safari-still-01-200820.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বছর তিনেক আগেও বাঘিনী শিলা তিনটি সন্তানের জন্ম দেয়। খোদ মুখ্যমন্ত্রী তাদের নাম রেখেছিলেন-কিকা, ইকা আর রিকা। তবে অসুস্থতার কারণে একটি শাবক মারা যায়।
2/5
![তবে, শিলার এই তিন শাবক চাঙ্গা রয়েছে বলে বেঙ্গল সফরির তরফে জানানো হয়েছে।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/08/20230937/web-dar-bengal-safari-still-02-200820.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তবে, শিলার এই তিন শাবক চাঙ্গা রয়েছে বলে বেঙ্গল সফরির তরফে জানানো হয়েছে।
3/5
![গত ১২ তারিখ দার্জিলিঙের শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে তিনটি সন্তানের জন্ম দেয় বাঘিনী। এর ফলে এখান, বেঙ্গল সাফারিতে রয়াল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়ে হয়েছে সাত।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/08/20230926/web-dar-bengal-safari-still-03-200820.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
গত ১২ তারিখ দার্জিলিঙের শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে তিনটি সন্তানের জন্ম দেয় বাঘিনী। এর ফলে এখান, বেঙ্গল সাফারিতে রয়াল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়ে হয়েছে সাত।
4/5
![৮ দিন আগে ৩ শাবকের জন্ম দেয় শিলিগুড়ির বেঙ্গল সাফারির রয়্যাল বেঙ্গল টাইগার শিলা। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, সুস্থ রয়েছে ৩ শাবক। সন্তানদের নিয়েই আনন্দে মেতে রয়েছে শিলা।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/08/20230914/web-dar-bengal-safari-still-04-200820.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
৮ দিন আগে ৩ শাবকের জন্ম দেয় শিলিগুড়ির বেঙ্গল সাফারির রয়্যাল বেঙ্গল টাইগার শিলা। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, সুস্থ রয়েছে ৩ শাবক। সন্তানদের নিয়েই আনন্দে মেতে রয়েছে শিলা।
5/5
![সুস্থ রয়েছে বাঘিনী শিলাও। দিনভর সন্তানদের নিয়ে মেতে রয়েছে সে।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/08/20230904/web-dar-bengal-safari-still-05-200820.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সুস্থ রয়েছে বাঘিনী শিলাও। দিনভর সন্তানদের নিয়ে মেতে রয়েছে সে।
Published at :
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
অফবিট
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)