এক্সপ্লোর
Aadhaar Card: আধার কার্ডে ত্রুটি ! বিনামূল্যে শোধরাতে পারবেন এই দিন পর্যন্ত
Aadhaar Card
1/9

UIDAI কোটি কোটি আধার ব্যবহারকারীদের উৎসাহিত করতে বিনামূল্যে আধার আপডেটের সুবিধা দিচ্ছে। এর আগে UIDAI ১৪ জুন পর্যন্ত বিনামূল্যে আধার আপডেট করার সুবিধা দিচ্ছিল। যা পরে ১৪ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত ৩ মাসের জন্য বাড়ানো হয়। এই পরিস্থিতিতে আপনিও যদি কোনও ফি ছাড়াই আধার আপডেট করতে চান,তবে আপনার কাছে রয়েছে শেষ সুযোগ।
2/9

আধার প্রদানকারী সংস্থা UIDAI ইতিমধ্যেই সব আধার কার্ড ব্যবহারকারীদের সতর্ক করেছে। ১০ বছরেরও বেশি সময় ধরে যাদের আধার আপডেট হয়নি তাদের অবিলম্বে এই কার্ড আপডেট করতে বলেছে সংস্থা। এতে কোনও চার্জ ছাড়াই ঠিকানা, মোবাইল নম্বর ইত্যাদির বিবরণ বদলানো যাবে।
Published at : 05 Sep 2023 06:59 AM (IST)
আরও দেখুন






















