এক্সপ্লোর
Aadhaar card update: আধারে বদলাতে চান পুরোনো ছবি ? এই সহজ পথে হবে সমাধান
aadhaar card- সমস্যা ? সহজেই করতে পারবেন সমাধান।
1/7

পুরোনো ছবির থেকে বদলে গিয়েছে চেহারা। চাইলেও আধার কার্ডে বদলাতে পারছেন না ছবি।গ্রাহকের সমস্যার সমাধানে এবার এগিয়ে এল 'ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া' (UIDAI)। মাত্র কয়েকটা সহজ ধাপ পেরোলেই বদলাতে পারবেন কার্ডের ছবি।
2/7

পরিচয়পত্রের পাশপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নিতে কাজে দেয় আধার কার্ড। ১২ সংখ্যার কার্ডেই লুকিয়ে রয়েছে আপনার-আমার নাগরিকত্বের পরিচয়। এখন আয়কর জমা দিতেও আধার কার্ড দরকার হয়। আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক বাধ্যতামূলক করেছে সরকার। যেকোনও সরকারি কাজ ছাড়াও হোটেলে গ্রাহকের প্রামাণ্য পরিচয়পত্র বলতে এখন আধার কার্ড।
Published at : 01 Dec 2021 11:18 PM (IST)
আরও দেখুন






















