এক্সপ্লোর
Share Market: ৫০০ টাকার স্টক আড়াই লাখে, কী নাম মাল্টিব্যাগারের ?
Share Market
1/9

স্টক মার্কেটে এই ধরনের শেয়ার খোঁজেন সবাই। মাল্টিব্যাগার শেয়ার সম্পর্কে আপনিও নিশ্চয় শুনেছেন। অনেক ক্ষেত্রে পেনি স্টকই হয়ে ওঠে মাল্টিব্যাগার। যদি কোনও স্টক বিনিয়োগকারীদের অর্থ কম সময়ে দ্বিগুণ করে তোলে, তবে তা মাল্টিব্যাগার হয়ে যায়। ভারতের শেয়ার বাজারে এমনই একটি স্টক রয়েছে। যা বিনিয়োগকারীদের অর্থ দ্বিগুণ, তিন, চার বা দশ গুণ নয় বরং 250 গুণেরও বেশি করেছে।
2/9

এটি একটি ছোট কোম্পানির স্টক, যা শেয়ারবাজারের দৌড়ে বড় কোম্পানিগুলোর থেকে অনেক মাইল এগিয়ে। এটি একটি টেক্সটাইল কোম্পানি যারা নাম রাজ রেয়ন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তারপরও এর শেয়ারের মূল্য খুব বেশি হয়নি। সোমবারের লেনদেনে স্টকটি NSE-তে প্রায় 2 শতাংশ কমে 50.75 টাকায় বন্ধ হয়েছে।
Published at : 25 Jul 2023 05:29 PM (IST)
আরও দেখুন






















