এক্সপ্লোর
New Rules: ১ ডিসেম্বর থেকে বদলে যাবে অনেক কিছু, রান্নার গ্যাসের দাম কী হবে ?
Gas_Cylinder Price: বদলে যাচ্ছে অনেক কিছু, আপনি জানেন তো ?
1/7

New Rules : আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। নভেম্বর শেষ হয়ে পড়তে চলেছে ডিসেম্বর। ১ ডিসেম্বর থেকেই বড় পরিবর্তন হবে এই কয়েকটি নিয়মে। যার প্রভাব পড়বে আমার-আপনার ওপর। জেনে নিন কী সেই পরিবর্তন।
2/7

Gas cylinder price Update: ফের বাড়বে সিলিন্ডারের দাম ? প্রতি মাসের প্রথম তারিখে গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে পর্যালোচনা হয়। এই আলোচনার ওপর ভিত্তি করেই নতুন দাম নির্ধারণ করে কমিটি। বাণিজ্যিক ও ঘরের সিলিন্ডারের জন্য প্রতি মাসের ১ তারিখে জারি হয় নতুন দর। আগামী ১ ডিসেম্বর পর্যালোচনার পর সিলিন্ডারের দাম বাড়তে বা কমতে পারে। তবে আলোচনার পর দাম অপিরবর্তিত থাকতেও পারে। তাই ১ ডিসেম্বরের দিকে তাকিয়ে সবাই।
Published at : 29 Nov 2021 05:15 PM (IST)
আরও দেখুন






















