এক্সপ্লোর
Budget 2024: বাজেটে কোন শাড়িতে কেমন সাড়া, এবার নির্মলার পরিধান কী ?
Budget 2024: ইতিমধ্যেই পূর্ণাঙ্গ বাজেটের তারিখ ঘোষণা করা হয়েছে। জুলাইয়ের শেষ সপ্তাহে অর্থাৎ 23 জুলাই 2024-তে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভায় মোদি 3.0-এর প্রথম বাজেট পেশ করতে চলেছেন।
নির্মলা সীতারামন
1/8

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2019 সাল থেকে এই নিয়ে সপ্তম বারের মতো বাজেট পেশ করবেন। প্রতিবারই বাজেট বক্তৃতায় ভদ্রস্থ শাড়িতে সবার নজর কাড়েন অর্থমন্ত্রী। এবার কোন পোশাকে দেখা য়াবে তাঁকে ?
2/8

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2019 সাল থেকে ভিন্ন রূপে দেখা গেছে বাজেট বক্তৃতায়। কখনও লাল তো কখনও নীল বা গেরুয়া শাড়িতে সংসদ আলোকিত করেছে তিনি। তার মার্জিত পরিধান দেখিয়ে দিয়েছে অর্থমন্ত্রীর রুচিবোধ।
Published at : 09 Jul 2024 02:46 PM (IST)
আরও দেখুন






















