এক্সপ্লোর
Union Budget 2022: কাল সংসদে বাজেট পেশ- করদাতাদের ১০ টি প্রত্যাশা
Union Budget 2022
1/11

আগামীকাল সংসদে সাধারণ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বাজেট থেকে সমাজের সর্বস্তরের প্রত্যাশা বিপুল। বিশেষ করে করদাতাদের বিশেষ কিছু প্রত্যাশা রয়েছে। কারণ, করোনা অতিমারীর দাপটে মুদ্রাস্ফীতির হারে সমস্যায় পড়েছেন মধ্যবিত্ত। ক্রয় ক্ষমতায় টান পড়েছে। এতে দেশে চাহিদা ও যোগানে টান পড়েছে। এখন দেখে নেওয়া যাক, আয়কর দাতাদের ১০ প্রত্যাশা সম্পর্কে।
2/11

আয়কর ছাড়ের সীমা বৃদ্ধি- সরকার আয়কর ছাড়ের সীমা আড়াই লক্ষ টাকা পর্যন্ত বাড়িয়েছে। কিন্তু করদাতাদের ওপর মুদ্রাস্ফীতির বোঝা চেপেছে। সবকিছুরই দাম বেড়েছে। সেই করদাতারা এই সীমা বাড়বে বলেই আশা করছেন।
Published at : 31 Jan 2022 09:51 PM (IST)
আরও দেখুন






















