এক্সপ্লোর
Nirmala Sitharaman: আর চিরাচরিত লাল নয়, নির্মলা সীতারমণের 'বাজেট' শাড়ি নজর কাড়ল এবারও!
Interim Budget 2024: নীল শাড়িতে লাল ফাইল হাতে অর্থমন্ত্রক থেকে আজ বেরোলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী
প্রাদেশিক শাড়ির প্রতি নির্মলা সীতারমণের ঝোঁক সকলেরই জানা
1/7

শাড়ি বরাবরই পছন্দের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। প্রাদেশিক শাড়ির প্রতি তাঁর ঝোঁক দেখা গিয়েছে অতীতের বাজেট পেশের দিন। এবছর কী শাড়ি পরতে পারেন অর্থমন্ত্রী তা নিয়েও চর্চা নেহাত কম হয়নি।
2/7

এদিন অবশ্য দেখা যায়, লাল রঙের নয়, বরং নীল রঙের কাঁথা স্টিচ শাড়ি পরিহিত কেন্দ্রীয় অর্থমন্ত্রী লাল ফাইল হাতে বেরলেন বাড়ি থেকে।
Published at : 01 Feb 2024 11:48 AM (IST)
আরও দেখুন






















