এক্সপ্লোর
Budget 2024: কম সময়ে বেশি লাভ , এই বাজেটে ৫ স্টক কেনার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা
Budget 2024: আজ বাজেটের আগে নজর রখাতে পারেন এই স্টকগুলির ওপর। কম সময়ে বেশি লাভ , এই বাজেটে ৫ স্টক কেনার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা
এই ৫টি স্টক কম সময়ে নিতে পারে দুরন্ত গতি।
1/8

Stock Market Today: আজ দেশের বাজেট (Budget 2024) বদলে দিতে পারে ভারতের স্টক মার্কেটের (Indian Stock Market) হালচাল। সেই ক্ষেত্রে আগে থেকে ভেবে চিন্তে নজর রাখতে হবে ট্রেডের দিকে। বিশেষজ্ঞরা বলছেন, এই পাঁচ স্টক (Stock Price) কিনলে আজ পেতে পারেন লাভ (Profit)। জেনে নিন, সেই ক্ষেত্রে স্টপ লস (Stop Loss) রাখবেন কোথায়।
2/8

কেন্দ্রীয় বাজেট 2024-এর আগে শেয়ার বাজারের কৌশল জানিয়েছেন SS WealthStreet-এর প্রতিষ্ঠাতা, সুগন্ধা সচদেবা। তাঁর মতে, এবার কৃষি খাত, পরিকাঠামো, জনস্বাস্থ্য, রেলওয়ে, বিদ্যুৎ/নবায়নযোগ্য জ্বালানি, রিয়েল এস্টেট, প্রতিরক্ষা, লজিস্টিকস এবং পর্যটন ও সামাজিক কল্যাণের দিকে বাড়াতে পারে সরকার।
Published at : 23 Jul 2024 08:22 AM (IST)
আরও দেখুন






















