এক্সপ্লোর
BYD e6 electric MPV: টেক্কা দিতে পারে ইনোভাকে, ভারতে বাম্পার হিট হতে পারে এই গাড়ি
BYD e6 electric MPV : ফ্যামিলি কারের সেগমেন্টে বড় বাজি হতে পারে এই গাড়ি।
1/6

BYD e6 electric MPV review: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির বাজার। একের পর এক কোম্পানি ঢুকছে দেশে। ইলেকট্রিক গাড়ি বাজারে এবার নতুন সংযোজন BYD। যার পুরো নাম 'Build your dreams।
2/6

BYD e6 electric MPV review: বিশ্ব বাজারে বেশ নাম রয়েছে এই ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারক কোম্পানির। বৈদ্যুতিক গাড়ি তৈরির পাশাপাশি আরও অনেকগুলি আলাদা ব্যবসা রয়েছে এই কোম্পানির। যার মধ্যে রয়েছে রিচার্জেবল ব্যাটারি, সেল-ফোনের শেল নির্মাণ ছাড়াও আরও অনেক কিছু।
3/6

চিনের সবচেয়ে বড় ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারকের তকমা ইতিমধ্যেই পেয়েছে BYD। ভারতে এখন বাণিজ্যিক গাড়ি তৈরির লক্ষ্যে নেমেছে এই সংস্থা। দেশে তাদের প্রথম লঞ্চ BYD e6 electric MPV। e6 এখন ফ্লিট অপারেটরদের জন্যই কেবল দেওয়া হবে। তাই এই গাড়ি এখন কেবল বাণিজ্যিক ব্যবহারে কাজে লাগবে।
4/6

এর দ্বিতীয় সারিতে প্রচুর লেগরুম ও হেডরুম রয়েছে। আপনি সহজেই আরামদায়ক যাত্রার উপলব্ধি নিতে পারবেন। গাড়িতে রয়েছে ফ্ল্যাট ফ্লোর, মানে সেকেন্ড রো-এ তিনজন সহজেই বসতে পারবে। থাই সাপোর্ট ভাল ও বড় জানালা হওয়ায় দম বন্ধ করা পরিবেশ মনে হবে না গাড়িতে। 580 লিটারের বুটটিও বিশাল।
5/6

গাড়ি স্টার্টে কোনও ঝটকা নেই। এটি ইলেকট্রিক গাড়ির মতোই মসৃণভাবে শুরু হয়। গাড়ি বড় হওয়া সত্ত্বেও, হালকা স্টিয়ারিং ও 'ভিজিবিলিটি' ভাল হওয়ায় শহরের গাড়ি চালানো সহজ। আমাদের গাড়ির লিনিয়ার এক্সিলারেশন পছন্দ হয়েছে। গাড়িতে কোনও জাম্প বা জার্ক নেই।
6/6

AC ও DC ফাস্ট চার্জিং সাপোর্ট করে এই গাড়ি। যেখানে একটি 7kW চার্জার একটি অপশন হিসাবে রাখা রয়েছে। বর্তমানে দিল্লি এনসিআর, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, বিজয়ওয়াড়া, আমদাবাদ, কোচি ও চেন্নাইয়ের মতো শহরে বিক্রি হচ্ছে e6। এর এক্স-শোরুম প্রাইস 29.15 লক্ষ টাকা।
Published at : 20 Dec 2021 05:20 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
আইপিএল
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
