এক্সপ্লোর
7 Seater SUV: গতি ঘণ্টায় ২৫০ কিমি, লাক্সারি SUV-র শেষ কথা এই গাড়িগুলি
7 Seater SUV: দুরন্ত গতির সঙ্গে লাক্সারির কম্বিনেশন, দেখে নিন এই ৬ SUV
1/6

Land Rover Discovery Sport: ল্যান্ড রোভার ডিসকভারি স্পোর্টস পেট্রল ও ডিজেল উভয় ভ্যারিয়েন্টেই পাওয়া যায়।এতে রয়েছে একটি 2.0 লিটার পেট্রল ইঞ্জিন ছাড়াও 2.0 লিটার ডিজেল ইঞ্জিন। এটি 4 হুইল ড্রাইভ সহ আসে। এর মূল্য শুরু 65.23 লক্ষ টাকা থেকে। এর সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় 209 কিলোমিটার।
2/6

BMW X7:এই গাড়ি পেট্রল ও ডিজেল উভয় ভ্যারিয়েন্টেই পাওয়া যায়। এতে একটি 3.0 লিটার পেট্রোল ইঞ্জিন ও 3.0 লিটার ডিজেল ইঞ্জিন রয়েছে। এই গাড়িতে রয়েছে 4 হুইল ড্রাইভ। এর মূল্য শুরু 1.07 কোটি টাকা। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় 250 কিলোমিটার।
Published at : 02 Jan 2022 10:22 PM (IST)
আরও দেখুন






















