এক্সপ্লোর
Gold Price : চড়চড়িয়ে বাড়ছে সোনার দাম, তারপরও এত সোনা কিনেছেন ভারতীয়রা !
সবথেকে বেশি সোনা কিনেছেন ভারতীয়রা, তবে গয়না আকারে নয়, কীসে জানেন ?
1/8

Gold Rate : দাম বৃদ্ধি দেখে পিছু হটছেন না ক্রেতারা। উল্টে মাত্র তিন মাসে রেকর্ড পরিমাণ সোনা কিনেছেন ভারতীয়রা। অন্তত জুলাই থেকে সেপ্টেম্বরের সোনা কেনার পরিসংখ্যান তাই বলছে।
2/8

মাত্র তিন মাসে 248 টন সোনা কিনেছে ভারতীয়রা। 2024-25 অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের (জুলাই থেকে সেপ্টেম্বর) মধ্যে ভারতীয়রা এই বিপুল পরিমাণ সোনা কিনেছেন। চিনের সোনা কেনার পরিমাণকে ছাপিয়ে গিয়েছে ভারতীয়রা। চিন এই তিন মাসে 165 টন সোনা কিনেছে। ভারতীয়রা কিনেছে তার 51 শতাংশ বেশি।
Published at : 01 Nov 2024 07:30 PM (IST)
আরও দেখুন






















