By : ABP Ananda | Updated at : 30 Sep 2023 12:57 PM (IST)
সোনা রুপোর দর
1/8
বিয়ে, অন্নপ্রাশন, শুভকাজে-শুভতিথিতে হোক বা পছন্দের বিনিয়োগ। সোনার ( Gold Price ) চেয়ে দামি বোধহয় খুব কমই আছে। এমন বাঙালি খুঁজে পাওয়া ভার দিনের শুরুতে সোনা-রুপোর দামের ( Gold Silver Price ) দিকে চোখ যায় না যাঁর।
2/8
দেশের এক এক জায়গায় এক একদিন এক একরকম থাকে সোনা-রূপার দর। প্রায় প্রতিদিনই ওঠানামা করে তা কিন্তু বুঝবেন কীভাবে আজ বাজারে সোনা-রুপোর সঠিক দাম কত চলছে?
3/8
দোকানে যাওয়ার আগে যাচাই করে নেবেন কীভাবে? দাম ঠিক না ভুল? মুশকিল আসান এবিপি লাইভ বাংলায়। প্রতিদিন সোনা-রুপোর দাম কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন তা।
4/8
২৪ ক্যারেট (Fine Gold 995)সোনা সবথেকে খাঁটি সোনা। এই সোনা ১ গ্রামের দাম ৫৭৩৭ টাকা।
5/8
২২ ক্যারেট সোনা গয়না তৈরিতে সবথেকে বেশি কাজে লাগে। এই সোনা কিনতে গেলে ১ গ্রামের দাম পড়বে ৫৫৪২টাকা।
6/8
২২ ক্যারেট সোনা গয়না তৈরিতে কাজে লাগে। এই সোনা যদি বিক্রি করেন কেউ, তাহলে ১ গ্রামের জন্য দাম পাবেন ৫২২১ টাকা।
7/8
১৮ ক্যারেট সোনা লাগে হিরে ও পাথর সেটিংয়ের গয়না তৈরি করতে। এর ১ গ্রাম কিনতে দাম লাগে ৪৫৬৭ টাকা।
8/8
রুপো (৯৯৯)র গয়নার শখ থাকে অনেকের। কেউ ১ কেজি রুপো কিনতে তাইলে খরচ পড়বে ৬৯৯৭২ টাকা।