এক্সপ্লোর
Gold Price Hike: আজ বিক্রি করলে লাভ পাবেন, রাজ্যে কত চলছে সোনার দর ?
Gold Rate: রোজই একটু একটু করে কমছে গয়নার সোনার দাম। আজ বাংলায় সোনার দাম কত? কিনতে গেলে কত ? আর বিক্রি করতে গেলেই বা কত দাম পাবেন ? জানাল, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)

Gold Price
1/9

রোজই একটু একটু করে কমছে গয়নার সোনার দাম। আজ বাংলায় সোনার দাম কত? কিনতে গেলে কত ? আর বিক্রি করতে গেলেই বা কত দাম পাবেন ? জানাল, স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)
2/9

দেশের এক এক জায়গায় এক একদিন এক একরকম থাকে সোনা-রুপোর দর। প্রায় প্রতিদিনই ওঠানামা করে তা কিন্তু প্রতিদিনের দর জানতে ক্লিক করুন এবিপি লাইভে।
3/9

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।
4/9

আজকে সোনার দর কত (১ জুলাই, ২০২৪) ? সোনা ওজন দাম (টাকায়) ২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ৭১৩৫ ২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৬৮১৪ ২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ৬৪৯৩ ১৮ ক্যারেট ১ গ্রাম ৫৬০১ রুপো (৯৯৯) ১ কেজি ৮৭৭৬৬
5/9

সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই।
6/9

সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে।তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*
7/9

মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ।
8/9

বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
9/9

ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।
Published at : 01 Jul 2024 03:41 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
