এক্সপ্লোর
Interest Rate Hike: ৮ শতাংশ সুদ হল সরকারি এই স্কিমে, জেনে নিন বাকিদের হার কত বাড়ল ?
Small Savings Scheme: স্বল্প সঞ্চয়ে ফের সুদের হার বৃদ্ধি করল কেন্দ্র। ১ জানুয়ারি থেকে NSC, পোস্ট অফিসের সেভিংস স্কিম, ছাড়াও সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের সুদের হার বাড়ানো হল।
Money
1/8

আশাহত করল না মোদি সরকার। স্বল্প সঞ্চয়ে ফের সুদের হার বৃদ্ধি করল কেন্দ্র। ১ জানুয়ারি থেকে NSC, পোস্ট অফিসের সেভিংস স্কিম ছাড়াও সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের সুদের হার বাড়ানো হল। যদিও পিপিএফ-এ সুদের হারে কোনও পরিবর্তন হল না।
2/8

এই নিয়ে টানা দ্বিতীয়বার ত্রৈমাসিকে সুদের হারে বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার। অর্থনীতিতে সুদের হারের সঙ্গে সামঞ্জস্য রাখতেই ১ জানুয়ারি থেকে এই নতুন সুদের হার কার্যকর হতে চলেছে। তবে, পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) ও সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদের হারে কোনও পরিবর্তন করা হয়নি।
Published at : 31 Dec 2022 06:19 PM (IST)
আরও দেখুন





















