এক্সপ্লোর
YouTube Fraud: ইউটিউবেও আতঙ্ক, আপনিও হতে পারেন প্রতারণার শিকার
youtube
1/9

ইউটিউবে কিছু শেখানোর নামে আপনার ডিভাইসে ঢোকানো হচ্ছে ভাইরাস। পরে সেই ভাইরাস দিয়েই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তল পাচ্ছেন প্রতারকরা। এখনই সাবধান না হলে ফাঁকা হতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
2/9

আজকাল সফটওয়্যার বা গ্যাজেট চালাতে না জানলেই ইউটিউবের দ্বারস্থ হই আমরা। বেশিরভাগ লোকজনই এখন ইউটিউবের মাধ্যমে কোনও বিষয় বুঝে নিতে চান। গ্রাহকদের ইউটিউবের প্রতি এই আস্থাকেই কাজে লাগাচ্ছে প্রতারকরা। আপনিও যদি ইউটিউবে প্রচুর টিউটোরিয়াল ভিডিও দেখে থাকেন, তাহলে এখনই সতর্ক হোন। কারণ হ্যাকাররা এই ভিডিওগুলির অছিলায় আপনার ডিভাইসে ম্যালওয়্যার ইনস্টল করছে। জেনে নিন, জাল বিছিয়েছে প্রতারকরা।
Published at : 22 Mar 2023 08:02 PM (IST)
আরও দেখুন






















