এক্সপ্লোর
Home Loan Tips: সহজেই পাবেন হোম লোন, যদি মনে থাকে এই বিষয়
Home_Loan নিতে মাথায় রাখতে হবে এই বিষয়গুলি।
1/7

Home Loan Tips: নিজের বাড়ি হোক এমন স্বপ্ন দেখেন সবাই। বাড়ি কেনার মতো টাকা না থাকলে হোম লোনের (Home Loan) সাহায্যে এই স্বপ্ন পূরণ করতে পারেন আপনি। এই বিষয়ে আপনাকে সাহায্য করতে পারে ব্যাঙ্ক বা নন-ব্যাঙ্কিং ফিন্যান্স কোম্পানি। আপনি একটি নির্দিষ্ট সময় (10, 20 বা 30 বছর)ধরে ব্যাঙ্ক বা NBFC-কে মাসিক কিস্তিতে ঋণের আসল ও সুদের টাকা পরিশোধ করতে পারেন। তবে এই হোম লোনের(Home Loan) আবেদন করার সময় সাবধানে ফর্ম ভরা উচিত। অনেক ক্ষেত্রে এই আবেদনপত্র ঠিকভাবে জমা না দেওয়ার কারণে বাতিল হয়ে যায় আপনার গৃহঋণের আবেদন। আজ আমরা আপনাকে এমন কিছু টিপস দেব, যা মেনে চললে সহজেই হোম লোন নিতে পারবেন আপনি।
2/7

Home Loan Update : লোনের অফার সম্পর্কে জানুন গৃহ ঋণ নেওয়ার ক্ষেত্রে ব্যাঙ্ক থেকে সময়ে-সময়ে লোন অফার সম্পর্কে সম্পূর্ণ তথ্য রাখুন।তাড়াহুড়ো করে ঋণ নেবেন না। প্রথমে বিভিন্ন ব্যাঙ্কের ঋণ প্রকল্পগুলি খুঁটিয়ে পড়ে তুলনা করুন। তারপর আবেদন করুন। CIBIL স্কোরের কথা অবশ্যই মাথায় রাখবেন।CIBIL স্কোর আপনার ঋণের ইতিহাস দর্শায়। এই স্কোর আপনাকে ঋণ পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।এর মাধ্যমে ব্যাঙ্কগুলি দেখে, আপনি আগে লোন নিয়েছেন কিনা বা কীভাবে ক্রেডিট কার্ড ব্যবহার করেছেন ইত্যাদি।
Published at : 23 Nov 2021 05:28 PM (IST)
আরও দেখুন






















