Income tax alert: ট্যাক্সের এই নিয়ম না মানলেই এবার বিরাট অঙ্কের টাকা ফাইন!
By : abp ananda | Updated at : 08 Feb 2022 07:51 AM (IST)
tax1
1/7
২০২১-২২ সালের ইনকাম ট্যাক্স রিটার্ন অর্থাৎ আইটিআর (Income Tax Returns) জমা দেওয়ার নিয়মে বড় বদল আনল কেন্দ্রীয় সরকার। আপাতত আয়কর রিটার্ন বাড়ানোর কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বাজেটে। কিন্তু নিয়ম না মানলে বড় টাকা খসবে।
2/7
প্রত্যেক বছর ৬০ লাখেরও বেশি আয়কর রিটার্ন দাখিল করা হয়। নতুন নিয়ম অনুসারে, আইটিআর ফাইল না করেন তবে তাদের টিডিএস এবং টিসিএস দিতে হবে। এবারের বাজেটে এই আইন আরও কঠোর হয়েছে।
3/7
সাফ জানান হয়েছে বর্তমানে, যদি একজন ব্যক্তি দুই বছর ধরে ITR ফাইল না করে। বছরে TDS এবং TCS-এর পরিমাণ ৫০ হাজার টাকার বেশি হলে, সেই ব্যক্তিকে TDS এবং TCS-এর উচ্চ হার দিতে হবে এবার থেকে।
4/7
আগে এই সময় সীমা ছিল দু বছর এখন তা এক বছর করা হয়েছে। শুধু তাই নয় নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা দিতে না পারলে এবার আরও বেশি টাকা দিতে হবে। আয়কর ব্যবস্থাকে মজবুত করতেই এই ব্যবস্থা বলে জানান হয়েছে।
5/7
৩১ মার্চ ২০২২ এর পর আরটিআর জমা করে তাহলে ১০ হাজার টাকা ফাইন দিতে হবে। ফলে এখনই এই আয়কর রিটার্ন জমা দেওয়াটাই ঠিক বলছেন অর্থনীতিবিদরা।
6/7
ই-ফাইলিং পোর্টালের মাধ্যমে আইটিআর ফাইল করতে হবে। তবে এই ফাইলিংয়ের সময়ে জরুরি বেশ কয়েকটি তথ্য সামনে রাখতে হবে।
7/7
incometax.gov.in- এর মাধ্যমে লগ ইন করে এই আয়কর রিটার্ন করতে হবে। সেখানেই এই বিষয়ে বিস্তারিত বলা রয়েছে। প্রত্যক্ষ কর সংগ্রহ ১২.৫০ লক্ষ কোটি টাকা রাখা হয়েছে।