হোমফটো গ্যালারিআইপিওLIC IPO Update: ধসের বাজারে ঝুঁকি নেবে না সরকার ! LIC IPO নিয়ে কী বললেন অর্থমন্ত্রী ?
LIC IPO Update: ধসের বাজারে ঝুঁকি নেবে না সরকার ! LIC IPO নিয়ে কী বললেন অর্থমন্ত্রী ?
By : abp ananda | Updated at : 08 Mar 2022 03:16 AM (IST)
LIC
1/7
নতুন করে তৈরি হয়েছে জটিলতা। অতীতে নিজের মন্তব্যে অনড় থাকলেও এবার LIC IPO নিয়ে 'ধীরে চলো নীতি' নিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। জেনে নিন কেন রাতারাতি পিছিয়ে যেতে পারে দেশের বৃহত্তম ইনিশিয়াল পাবলিক অফারিং(IPO)-র তারিখ।
2/7
গত ৩ সপ্তাহ ধরে দালাল স্ট্রিটের আকাশে ঘুরে বেড়াচ্ছিল অনিশ্চয়তার কালো মেঘ। তা সত্ত্বেও যথা সময়ে LIC IPO-র আত্মপ্রকাশের বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।যদিও এবার নিজের সেই অনড় মনোবৃত্তি থেকে কিছুটা হলেও সরে এলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। যার মূল কারণ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ।
3/7
অর্থনীতিবিদরা বলছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে সারা বিশ্বের অর্থনীতি। এরকম একটা সময়ে দেশের বাজারে বিশাল প্রত্যাশা নিয়ে আসতে চলেছে LIC IPO। বিশ্ববাজারে ইতিমধ্যেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভয়ানক প্রভাব পড়েছে। যার সাক্ষী থেকেছে সেনসেক্স, নিফটি। তাই নতুন করে এই বিষয়ে ঝুঁকি নিতে চাইছে না সরকার।
4/7
এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে দেওয়া ইন্টারভিউতে সীতারমন বলেছেন, " আমি যথা সময়ে আইপিও আনার পক্ষপাতী। সেই অনুযায়ী পরিকল্পনা করা হয়েছে। যদিও এখন বিশ্বের পরিস্থিতির কথা বিবেচনা করেই আমাকে এই বিষয়ে নিশ্চিত হতে হবে।'' চলতি মাসেই এলআইসির আইপিও বাজারে আসার কথা।
5/7
আগামী ১১ মার্চ LIC IPO শেয়ার বাজারে আনার পরিকল্পনা করছিল সরকার। প্রথম দিনে সুযোগ দেওয়া হত অ্যাঙ্কর ইনভেস্টারদের। বাকি বিনিয়োগকারীদের জন্য ১১ মার্চের পরে খোলার কথা আইপিও-র।
6/7
LIC IPO-র মাধ্যমে ৮ বিলিয়ন ডলার অর্থাৎ 65,400 কোটি টাকা তুলতে পারে সরকার। সূত্রের খবর, এলআইসি আইপিও প্রাইস ব্যান্ড প্রতি শেয়ার ২০০০ থেকে ২১০০ টাকা নির্ধারণ করা হতে পারে৷মনে করা হচ্ছে, ১.৫৮ কোটি শেয়ার কর্মীদের জন্য সংরক্ষিত রাখবে LIC। যা তাদের প্রতি শেয়ার 1890 টাকা হারে 10 শতাংশ ছাড়ে দেওয়া হবে। এ ছাড়াও পলিসি হোল্ডারদের জন্য ৩.১৬ কোটি শেয়ার ১০ শতাংশ ছাড় সহ ১৮৯০ টাকায় দেওয়া হবে৷
7/7
সরকার LIC-এর IPO আনতে SEBI-এর কাছে ইতিমধ্যেই একটি খসড়া কাগজ জমা দিয়েছে। সেই কাগজ এখন SEBI-র অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আইপিও চালুর তারিখ, প্রাইস ব্যান্ড সরকার প্রকাশ করেনি। তবে আশা করা হচ্ছে, সেবি আগামী দু-সপ্তাহের মধ্যে আইপিও অনুমোদন করবে।