সম্প্রতি পতঞ্জলির এই সয়াবিন ব্র্যান্ড নিয়ে প্রচারে নেমেছিলেন যোগগুরু বাবা রামদেব। বাজারের তালিকাভুক্ত হয় এই সয়াবিন ব্র্যান্ড। শুক্রবার সেই স্টকই নিল দুরন্ত গতি।
3/10
এদিন বম্বে স্টক এক্সচেঞ্জ BSE-তে ১৪.৭৯ শতাংশ বেড়ে স্টকের দাম দাঁড়ায় ৯৪০ টাকা। সেখানে নিফটি ৫০-তে এই স্টক ১৪.৭১ শতাংশ বেড়ে ৯৩৮ টাকায় থামে।
4/10
মার্কেট এক্সপার্টরা মনে করছেন, পতঞ্জলি গ্রুপের একটি শক্তিশালী ব্যাকআপ পায় রুচি সোয়া। ইদানীং কোম্পানিতে একটি পরিবর্তন লক্ষ করা গিয়েছে। হঠাৎ করে অনেকটাই লাভের মুখ দেখেছে এই কোম্পানি।
5/10
শুক্রবার থেকেই মার্কেটে ট্রের্ডিংয়ের অনুমতি পেয়েছে এই স্টক। এদিনের ঊর্ধ্বমুখী বাজারে শুরুটা ভালোই হয়েছে পতঞ্জলির এই সয়া ব্র্যান্ডের। এখন অপেক্ষা আগামী দিনের।
6/10
রুচি সয়ার FPO-র ক্ষেত্রে ইস্যু প্রাইস ৬৫০ টাকা প্রতি শেয়ার রেখেছিল কোম্পানি। মার্চের ২৪ থেকে ২৮ তারিখ এই ইস্যু খোলা ছিল বাজারে।
7/10
বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী সপ্তাহে এই শেয়ার গতি নিতে পারে। তবে সূচক নিচে নামলে তার প্রভাব পড়বে এই স্টকের ওপরও।
8/10
চলতি বছরে বহু কোম্পানি আইপিও আনলেও তা সেভাবে সাফল্য পায়নি। এদের মধ্যে ব্যতিক্রম আদানি -উইলমার। তবে রুচি সোয়ার স্টক নিয়েও আশা দেখছেন বিনিয়োগকারীরা।
9/10
বিশেষজ্ঞদের মতে, আগামী সপ্তাহেও ১৮,০০০ অতিক্রম করে যাবে নিফটির সূচক। সেই ক্ষেত্রে পতঞ্জলির রুচি সোয়ার স্টকেও প্রভাব পড়বে। ১০০০ টাকা অতিক্রম করতে পারে এই শেয়ারের দাম।
10/10
রামদেব ও পতঞ্জলির সমর্থন থাকায় এই স্টকের এমনিতেই একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে। তাই প্রথমেই এই স্টকে বিনিয়োগে করতে চাইছেন অনেকেই।