এক্সপ্লোর
IPO Investment Tips: না জেনে IPO-তে বিনিয়োগ করবেন না, এই ১০ বিষয় জানেন তো ?
IPO
1/11

Share Market: অনেক ক্ষেত্রেই এই ভুল করে থাকি আমরা। না বুঝেই কেবল প্রচার দেখে আইপিও-তে (IPO) বিনিয়োগ(Investment) করে দিই। পরে যার ফল ভুগতে হয় আমাদের। লাভের (Profit) থেকে বেশি ক্ষতি (Loss) হয় সেখানে। জেনে নিন, কোনও আইপিওতে (IPO) বিনিয়োগের আগে কী কী বিষয়ে মাথায় রাখা উচিত।
2/11

IPO (Initial Public Offerings) হল একগুচ্ছ শেয়ারের সমষ্টি। কোনও কোম্পানি জনসাধারণের থেকে প্রথমবার টাকা তুলতে গেলে এই শেয়ার অফার করে। এটি কোম্পানিকে পাবলিক মার্কেট থেকে মূলধন বাড়াতে বা জনগণের টাকা কোম্পানির কাজে ব্যবহার করতে দেয়।
Published at : 11 Dec 2023 01:10 PM (IST)
আরও দেখুন






















