এক্সপ্লোর
LIC Share Listing: শুরুতে লাভ পেল না লগ্নিকারীরা, ইস্যু প্রাইসের নিচে এলআইসির শেয়ার

LIC Share Listing
1/9

আশাহত হতে হল বিনিয়োগকারীদের। দেশের বৃহত্তম আইপিও LIC-র শেয়ার মার্কেটে তালিকাভুক্তির দিনেই লাভ পেলেন না আইপিও হোল্ডাররা।
2/9

দেশের বৃহত্তম আইপিও এলআইসি-র শেয়ারবাজারে তালিকাভুক্তি নিয়ে এদিন কৌতূহলের শেষ ছিল না। গত 4 মে থেকে 9 মে পর্যন্ত খোলা ছিল এই আইপিও। এদিন নির্ধারিত সময়ে এলআইসির শেয়ারগুলি তালিকাভুক্ত হয়েছে৷
3/9

যদিও দেখা যায় LIC-র ইস্যু মূল্য 949 টাকার পরিবর্তে আরও দুর্বল হয়ে পড়ে স্টক। অনেকটাই ছাড়ের সঙ্গে তালিকাভুক্ত হয় এই কোম্পানি।
4/9

তাই এলআইসি শেয়ারের তালিকা যারা মুনাফার আশা করেছিলেন তাদের হতাশ হতে হয়।
5/9

এদিন LIC-র স্টক BSE-তে 867 টাকায় তালিকাভুক্ত হয়েছে। অর্থাৎ LIC-র শেয়ার প্রায় 9 শতাংশ ছাড়ের সঙ্গে তালিকাভুক্ত হয়েছে। অন্যদিকে, LIC-এর স্টক NSE-তে তালিকাভুক্ত হয়েছে প্রায় 8 শতাংশ ছাড়ের সঙ্গে।
6/9

মঙ্গলবার এলআইসি শেয়ারগুলির কোনও দুর্দান্ত শুরু করতে পারেনি। এটি ইস্যু মূল্যের নিচে তালিকাভুক্ত হয়েছে। প্রথম 10 মিনিটে LIC-র স্টক 900 টাকা ছাড়ায়।
7/9

একটা সময় এই স্টক 918 টাকায় পৌঁছয়। যদিও পরে তা ইস্যু প্রাইস স্পর্শ করতে পারেনি। ১২টার পরে এই শেয়ার 860 টাকার নিচে চলে আসে।
8/9

LIC-র শেয়ার এদিন এনএসই-তে 872 টাকায় লিস্টিং হয়। যা শেয়ার প্রতি 949 টাকার ইস্যু মূল্যের থেকে অনেকটাই নিচে। এ
9/9

একই সময়ে LIC-র এই স্টক BSE-তে শেয়ার প্রতি 867 টাকায় থিতু হয়েছে। প্রি-ওপেনে এলআইসির মার্কেট ক্যাপ 5.5 লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে।
Published at : 17 May 2022 03:34 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
জেলার
ফ্যাক্ট চেক
Advertisement
ট্রেন্ডিং
