এক্সপ্লোর
LIC Policy: ১০০ টাকা দিয়ে পাবেন ৭৫,০০০, LIC-নিয়ে এসেছে এই পলিসি
LIC
1/10

প্রতিদিন ১০০ টাকা জমা করে গড়ে তুলতে পারেন বিশাল অঙ্কের তহবিল। সন্তানের ভবিষ্যতের কথা মাথায় রেখে এই পলিসি এনেছে LIC। নতুন এই পলিসির নাম দেওয়া হয়েছে LIC Jeevan Tarun Plan।
2/10

সন্তান জন্মের আগেই তাদের খরচ শুরু হয়ে যায়। সন্তানের জন্মের পর বাবা-মায়ের মাথায় বিশাল দায়িত্ব এসে পড়ে। এমন পরিস্থিতিতে সন্তানের জন্মের পর থেকেই আর্থিক পরিকল্পনা করা খুবই জরুরি। এই কারণে সন্তানের লেখাপড়া ও বিয়ে নিয়ে কোনও ধরনের দুশ্চিন্তা থাকে অভিভাবকদের।
Published at : 24 Jun 2022 09:07 AM (IST)
আরও দেখুন






















