By : abp ananda | Updated at : 24 Jun 2022 09:07 AM (IST)
LIC
1/10
প্রতিদিন ১০০ টাকা জমা করে গড়ে তুলতে পারেন বিশাল অঙ্কের তহবিল। সন্তানের ভবিষ্যতের কথা মাথায় রেখে এই পলিসি এনেছে LIC। নতুন এই পলিসির নাম দেওয়া হয়েছে LIC Jeevan Tarun Plan।
2/10
সন্তান জন্মের আগেই তাদের খরচ শুরু হয়ে যায়। সন্তানের জন্মের পর বাবা-মায়ের মাথায় বিশাল দায়িত্ব এসে পড়ে। এমন পরিস্থিতিতে সন্তানের জন্মের পর থেকেই আর্থিক পরিকল্পনা করা খুবই জরুরি। এই কারণে সন্তানের লেখাপড়া ও বিয়ে নিয়ে কোনও ধরনের দুশ্চিন্তা থাকে অভিভাবকদের।
3/10
আপনি যদি সন্তানের জন্য একটি দুর্দান্ত বিনিয়োগের বিকল্প হন তাহলে জীবন তরুণ পলিসি নিতে পারেন আপনিও।
4/10
এলআইসি-র জীবন তরুণ পলিসি সন্তান ও তাদের বাবা-মায়ের ভবিষ্যতের চাহিদার কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। এটি একটি নন-লিঙ্কড (নন-লিকুইড পলিসি)। এতে অংশগ্রহণকারী ব্যক্তি, জীবন বিমায় সঞ্চয় করে। এতে শিশুদের সঞ্চয় ও বিমা কভার উভয় সুবিধাই পায়।
5/10
LIC-এর জীবন তরুণ পলিসিতে বিনিয়োগ করতে সন্তানের বয়স 90 দিন অর্থাৎ 3 মাস থেকে 12 বছরের মধ্যে হওয়া উচিত। আপনার বাড়িতে যদি এই বয়সের একটি শিশু থাকে, তাহলে আপনি তার জন্য এই বিনিয়োগ পরিকল্পনা করতে পারেন।
6/10
যদি আপনি শুধুমাত্র সন্তানের 90 দিন পরে এই পলিসিটি কিনে থাকেন, তাহলে শিশুর 20 বছর বয়সে না পৌঁছনো পর্যন্ত প্রতিদিন 100 টাকা থেকে 2800 টাকা পর্যন্ত বিনিয়োগ করে আপনি প্রায় 20 লাখের একটি তহবিল জমা করতে পারেন।
7/10
এই পলিসিটি সন্তান 25 বছর বয়সে গেলে মেয়াদ পূর্ণ হবে। এই পলিসিতে 75,000 টাকা নিশ্চিত ধনরাশি পাবেন পলিসি হোল্ডার৷
8/10
এই স্কিমে অর্থ বিনিয়োগ করতে বার্ষিক, দৈনিক মাসিক, 6 মাস বা বার্ষিক ভিত্তিতে প্রিমিয়াম দিতে পারেন গ্রাহক। মনে রাখবেন, মাসে প্রিয়াম দিলে 15 দিনের গ্রেস পিরিয়ড পাবেন পলিসি হোল্ডার।
9/10
এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনি আপনার সন্তানদের লেখাপড়া ও বিয়ের খরচ বহন করতে পারেন।
10/10
বেসরকারি বিমা পলিসির ভিড়ে আজও দেশের একটি বড় অংশ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার বিমা পলিসিতে বিনিয়োগ করতে পছন্দ করেন। কারণ এই পলিসি বাজারের ঝুঁকি থেকে দূরে রাখে আপনাকে।