এক্সপ্লোর
LIC-Adani Update: ফের আদানি গোষ্ঠীর চার স্টকে বিনিয়োগ LIC-র, আপনার টাকা নিরাপদ তো ?
Gautam Adani
1/11

আদানি নিয়ে হিন্ডেনবার্গের নেতিবাচক রিপোর্টের পরও ইতিবাচক ভূমিকা নিল LIC। জানুয়ারিতে আদানি গোষ্ঠীর চার স্টকে অংশীদারিত্ব বাড়াল রাষ্ট্রায়ত্ত বিমা কোম্পানি। যা দেখে হতবাক হয়েছে খোদ LIC-র পলিসি হোল্ডাররা।
2/11

২০২৩-এর ২৪ জানুয়ারি প্রকাশিত হয়েছিল হিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্ট। যাতে আদানি গোষ্ঠীর বিষয়ে নেতিবাচক কথা বলেছিল এই শর্ট সেলিং সংস্থা। পরবর্তীকালে এই রিপোর্টের প্রভাবে তলানিতে চলে যায় আদানি গোষ্ঠীর অনেক শেয়ার। এই ঘটনার পরই সমালোচনার মুখে পড়ে LIC।
Published at : 12 Apr 2023 06:55 AM (IST)
আরও দেখুন






















