নতুন গ্যাসের কানেকশন নিতে চান , কোন কোন নথি লাগবে জানেন ?
By : ABP Ananda | Updated at : 02 Aug 2023 07:01 AM (IST)
LPG
1/7
Gas Connection: আপনার যদি নতুন গ্যাস সংযোগের প্রয়োজন হয় তবে মাথায় রাখতে হবে এই বিষয়গুলি। এর জন্য ডিলারের অফিসে গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে।
2/7
Gas Connection Process: আপনি যদি অফলাইনে গ্যাসের জন্য আবেদন করতে চান, তাহলে আপনাকে কাছের ডিলারের অফিসে গিয়ে আবেদন করতে হবে। এর জন্য একটি আবেদনপত্রের প্রয়োজন হবে।
3/7
আবেদনপত্রের পাশাপাশি আবেদনকারীর অনেক নথির প্রয়োজন হবে। আপনারও যদি একটি নতুন গ্যাস সংযোগের প্রয়োজন হয়, তাহলে এখানে উল্লেখিত নথির তালিকা দেখুন।
4/7
নতুন গ্যাস সংযোগ পেতে আপনার ছবি, পরিচয়পত্র ও ঠিকানা প্রমাণের নথি থাকতে হবে।
5/7
আপনি আইডি প্রমাণ হিসাবে অন্যান্য নথির সঙ্গে আধার কার্ড, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ব্যাঙ্কের পাসবুকের ছবি ব্যবহার করতে পারেন।
6/7
ডিলারের অফিসে আবেদনপত্রের সঙ্গে এই সব নথির কপি জমা দিন। কিছু দিনের মধ্যেই নতুন কানেকশন পাবেন।
7/7
১ অগাস্ট সকালে বাণিজ্যিক সিলিন্ডারের (এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম) ১০০ টাকা কমিয়েছে। ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের জন্য এখন ১৬৮০ টাকা দিতে হবে। আগে একই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের জন্য ১৭৮০ টাকা দিতে হত। তবে গৃহস্থের গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।