এক্সপ্লোর
Mutual Fund: ১ লাখ থেকে ১৫ লাখ রিটার্ন দিয়েছে এই ফান্ড, কত বছরে ?
DSP Midcap Fund: স্মলক্যাপ এবং মিডক্যাপ ফান্ডে সবথেকে বেশি রিটার্ন দিয়েছে এর মধ্যে। এমনই একটি ফান্ডে বিগত ১৮ বছরে বিনিয়োগ হয়েছে ১৫ গুণ। এই ফান্ডের নাম ডিএসপি মিডক্যাপ ফান্ড।

এই ফান্ডে ১৮ বছরে ১৫ গুণ হয়েছে বিনিয়োগ
1/9

শেয়ার বাজারে দীর্ঘমেয়াদী বিনিয়োগে বিপুল রিটার্ন পাওয়া যায়, একথা অনস্বীকার্য। একেই বলে কম্পাউন্ডিংয়ের মজা।
2/9

মিউচুয়াল ফান্ডে আজকাল অনেকেই বিনিয়োগ শুরু করেছেন। বেশ কিছু ফান্ডে ভাল রিটার্ন পাওয়া গিয়েছে বিগত কয়েক বছরে।
3/9

স্মলক্যাপ এবং মিডক্যাপ ফান্ডে সবথেকে বেশি রিটার্ন দিয়েছে এর মধ্যে। এমনই একটি ফান্ডে বিগত ১৮ বছরে বিনিয়োগ হয়েছে ১৫ গুণ।
4/9

এই ফান্ডের নাম ডিএসপি মিডক্যাপ ফান্ড। এই মিডক্যাপ ফান্ড তার সম্পদের ৬৫ শতাংশ মিডক্যাপ শেয়ারে বিনিয়োগ করে থাকে।
5/9

এই ফান্ডে কেউ যদি ১ লাখ টাকা বিনিয়োগ করতেন, তাহলে এক বছরে ৪৪.২ শতাংশ রিটার্ন পেতেন এই ফান্ডে ১ লাখ হত ১.৪৪ লাখ টাকা।
6/9

এই এক লাখ টাকাই এই ফান্ডে ৩ বছরে ১.৬৭ লাখ টাকায় পরিণত হত। অর্থাৎ রিটার্ন পেতেন বার্ষিক ১৮.৭৯ শতাংশ হারে।
7/9

আর ৫ বছরের মেয়াদে এই ফান্ডে ১ লাখ টাকা ২৪.২ শতাংশ হারে পরিণত হত ২.৯৬ লাখ টাকায়।
8/9

১০ বছরে ডিএসপি মিডক্যাপ ফান্ডে আপনি ১ লাখ টাকা বিনিয়োগ করলে তা থেকে আজকের দিনে পেতেন ৫.১৬ লাখ টাকা।
9/9

২০০৬ সালে শুরু হয়েছিল এই ডিএসপি মিডক্যাপ ফান্ড। সেই সময় আপনি যদি ১ লক্ষ টাকা এখানে বিনিয়োগ করে রাখতেন, তাহলে আজ ১৫ লাখ ১ হাজার টাকা রিটার্ন পেতেন।
Published at : 18 Sep 2024 06:56 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
