এক্সপ্লোর
নয়া হুন্ডাই ভার্না ২০২০: আরও বেশি আকর্ষণীয়, কেতাদূরস্ত; রীতিমতো নজরকাড়া এই সেডান
1/10

নিউ ভার্নার দাম শুরু হচ্ছে ৯.৩ লক্ষ টাকা থেকে। কিন্তু এখানে যে গাড়ি দেখা যাচ্ছে, তার দাম ১৩.৮ লক্ষ টাকা। টার্বো পেট্রল ডিসিটি-র দাম ১৩.৯ লক্ষ টাকা। সামগ্রিকভাবে স্টাইল, ফিচার, ইঞ্জিন ও ওভারঅল ডায়নামিক্সের ক্ষেত্রে নিউ ভার্নার ব্যাপক পরিবর্তন রয়েছে।
2/10

এই মডেলের তিন ধরনের ইঞ্জিনের বিকল্প-তার মধ্যে ১.৫ লিটার পেট্রল ও ডিজেল এবং ১.০ টার্বো পেট্রল। একটি ম্যানুয়েল গিয়ারবক্স ও তিন ধরনের অটোমেটিক অপশন রয়েছে।
Published at :
Tags :
New Hyundai Vernaআরও দেখুন






















