এক্সপ্লোর
PAN Card Fraud: আপনার প্যান কার্ডে জালিয়াতি হচ্ছে কিনা কীভাবে বুঝবেন ?
Cyber Fraud
1/8

আর্থিক সব বিষয়ের সঙ্গে যুক্ত হওয়ায় সাম্প্রতিককালে বেড়ে গিয়েছে প্যান কার্ডে প্রতারণার ঘটনা। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, আয়কর জমা বা আর্থিক লেনদেন জন্য ব্যবহারে সময় জালিয়াতদের হাতে পড়ে যাচ্ছে আপনার গোপন নথি। পরবর্তীকালে যার ফল ভুগতে হচ্ছে প্যানকার্ড হোল্ডারদের। যদি এই ধরনের প্রতারণা আপনার সঙ্গে ঘটে, তাহলে কোথায় রিপোর্ট করতে হবে জানেন?
2/8

আর্থিক লেনদেনের জন্য প্যান কার্ড ব্যবহার করা হয়। সেক্ষেত্রে এই নম্বর কারও কাছে পৌঁছলে তারা আপনার আর্থিক তথ্য জেনে যাবে। অনেক সময় রেলের টিকিট বুকিংয়ের জন্য PAN ব্যবহার করা হয়, তাই আপনার PAN নম্বরটি রিজার্ভেশন চার্টে থাকে ও হ্যাকারদের পক্ষে আপনার PAN পেতে সমস্য়া হয় না। একইভাবে তৃতীয় পক্ষের মাধ্যমে KYC করা হলে দুর্বল নিরাপত্তার কারণে সেখানে তথ্য ফাঁসের ঝুঁকি থাকে।
Published at : 26 Apr 2023 11:18 PM (IST)
আরও দেখুন






















