এক্সপ্লোর
EPFO Benefits: অন্যে দেবে টাকা, সুবিধা পাবেন আপনি, জানেন কী এই স্কিম ?
EPFO Benefits: টাকা না দিয়েই পাবেন বহু লাখের সুবিধা, কীভাবে জানেন ?
1/7

প্রিমিয়াম না দিয়েই পাবেন ৭ লাখের বিমার সুবিধা। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন(EPFO)এর কর্মীদের জন্য রয়েছে এই বেনিফিট। Employees’ Deposit Linked Insurance (EDLI) স্কিমের অধীনে পাওয়া যাবে এই বিমার টাকা। সম্প্রতি ট্যুইটারে সংগঠনের কর্মীদের জন্য একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে।সেখানেই দেওয়া হয়েছে যাবতীয় বিবরণ।
2/7

EPFO Benefits: বেতনভোগী কর্মীদের পরিবারের জন্য সুখবর। কিছু না করেই EPFO থেকে পেতে পারেন ৭ লক্ষ টাকা। অনেক ক্ষেত্রে সরকার ঘোষণা করলেও তার খবর এসে পৌঁছয় না সবার কানে। সেই কারণে সরকারি সুবিধা থেকে বঞ্চিত থেকে যান আমজনতা। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের সেই খবর আপনার কাছে পৌছব আমরা।
Published at : 07 Dec 2021 04:16 PM (IST)
আরও দেখুন





















