এক্সপ্লোর
PM Vishwakarma Yojana: ১৫ হাজার টাকা ছাড়াও ২ লক্ষ টাকার ঋণ দেবে মোদি সরকার, কারা পাবেন ?
Narendra Modi
1/10

'দেশের বিশ্বকর্মাদের সাহায্য করতে এগিয়ে এসেছে সরকার। ১৮টি পেশার সঙ্গে যুক্ত শ্রমিকদের পিএম বিশ্বকর্মা প্রকল্পের সুবিধা দেওয়া হবে। পিএম বিশ্বকর্মা প্রকল্পে ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে।
2/10

এই প্রকল্পে ট্রেনিং চলাকালীন প্রতি দিন ৫০০ টাকা অনুদান পাবেন শিল্পী -কারিগররা। যন্ত্রপাতি কেনার জন্য ১৫ হাজার টাকার ভাউচার দেওয়া হবে'। জেনে নিন, কী এই বিশ্বকর্মা যোজনা। এতে কারা উপকৃত হবেন ?
3/10

সমাজের শিল্পী ও কারিগরদের জন্য নতুন যোজনা নিয়ে এল সরকার। আগেই এই PM Vishwakarma Yojana-র ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী (PM Modi) । নতুন এই যোজনা অনুযায়ী ২ লাখ টাকা ঋণের পাশাপাশি শিল্পীদের ১৫,০০০ টাকা দেবে মোদি সরকার (Narendra Modi)।
4/10

কী সুবিধা পাওয়া যাবে এই স্কিমে PM বিশ্বকর্মা যোজনার অধীনে সমস্ত শিল্পী ও কারিগরদের নিম্নলিখিত সুবিধাগুলি দেওয়া হবে: প্রথম পর্যায়ে ১ ,০০,০০০ টাকা পর্যন্ত ঋণ - ৫ শতাংশ হারে সুদ। দ্বিতীয় পর্বে ২,০০,০০০ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। ৫ শতাংশ হারে সুদ দেবে সরকার।
5/10

স্কিল ট্রেনিংও দেওয়া হবে। বৃত্তি হিসাবে প্রশিক্ষণের সময় প্রতিদিন ৫০০ টাকা দেওয়া হবে। অগ্রিম টুল কিট কেনার জন্য ১৫,০০০ টাকা দেওয়া হবে শিল্পীদের। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা শংসাপত্র এবং পরিচয়পত্রও দেওয়া হবে।
6/10

১ম ধাপের ঋণের মেয়াদ ১৮ মাস। 2য় পর্বের ঋণের মেয়াদ ৩০ মাস। টাকা ফেরতের ক্ষেত্রে প্রতি ডিজিটাল লেনদেনে ১ টাকা করে ইনসেনটিভ দেবে সরকার।
7/10

এতে কারা লাভবান হবেন ? কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের অধীনে মাছের জাল প্রস্তুতকারক। দর্জি। ধোপা। মালা প্রস্তুতকারক নাপিত। পুতুল এবং খেলনা প্রস্তুতকারক (প্রচলিত) ঝুড়ি/ মাদুর প্রস্তুতকারক রাজমিস্ত্রি
8/10

এই তালিকায় রয়েছে - মুচি (চর্মকার)/ জুতোর কারিগর। ভাস্কর (মূর্তিকার, স্টোন কার্ভার), কুমার। স্বর্ণকার। হাতুড়ি এবং টুল কিট প্রস্তুতকারক। কামার। নৌকা নির্মাতা। কাঠমিস্ত্রি
9/10

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার আওতায় প্রথম ধাপে ১ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। এর সুদের হার হবে সর্বোচ্চ ৫ শতাংশ। এর পরে, দ্বিতীয় পর্যায়ে, যোগ্য কর্মীদের প্রত্যেককে ২ লক্ষ টাকা ছাড় দেওয়া হবে। এছাড়া এই কারিগর ও কারিগরদের প্রধানমন্ত্রী বিশ্বকর্মা সার্টিফিকেট ও পরিচয়পত্রও দেওয়া হবে। আধুনিক যন্ত্রপাতি কেনার জন্য ১৫,০০০ টাকা সহায়তাও দেওয়া হবে।
10/10

শ্রমিকদের জন্য সরকার এই প্রকল্পের অধীনে পাঁচ বছরের (FY24-28) মেয়াদের জন্য ১৩,০০০ কোটি টাকা অনুমোদন করেছে। এই প্রকল্পের অধীনে সর্বনিম্ন বয়স রাখা হয়েছে ১৮ বছর। পরিবারের মাত্র একজন সদস্য এই প্রকল্পের সুবিধা পাবেন। আবেদনকারীদের একটি স্ব-ঘোষণা ফর্মও দিতে হবে।
Published at : 19 Sep 2023 04:16 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খবর
খুঁটিনাটি






















