এক্সপ্লোর
(Source: Poll of Polls)
Post Office Scheme: ৩ লাখ বিনিয়োগে সুদই মিলবে ১.৩৫ লাখ ! পোস্ট অফিসের এই প্রকল্পে নিশ্চিত আয়
Post Office TD Investment: ন্যাশনাল সেভিংস টাইম ডিপোজিট বা পোস্ট অফিসের স্থায়ী আমানতে কেউ বিনিয়োগ করলে দীর্ঘ ৫ বছরের জন্য ৭.৫০ শতাংশ সুদ পাওয়া যায়। ৩ লাখ বিনিয়োগে সুদ পাবেন ১.৩৫ লাখ টাকা।
ছবি- পিটিআই
1/10

মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেট ইত্যাদিতে আজকালকার দিনে বিনিয়োগ বাড়লেও এখনও বেশ কিছু মানুষের কাছে ব্যাঙ্ক বা পোস্ট অফিসের এফডিই শেষ ভরসা। ছবি- পিটিআই
2/10

পোস্ট অফিসে স্থায়ী আমানত করলে ভারত সরকারের বেশ কিছু প্রকল্পের অধীনে বেশ ভাল সুদ পাওয়া যায়, তাও নিশ্চিত আয়। ছবি- পিটিআই
3/10

স্টকে বা মিউচুয়াল ফান্ডে যেমন বিনিয়োগ বাড়তেও পারে, কমতেও পারে। ব্যাঙ্ক বা পোস্ট অফিসের এফডিতে সেই ঝুঁকি একেবারেই নেই। ছবি- পিটিআই
4/10

ন্যাশনাল সেভিংস টাইম ডিপোজিট বা পোস্ট অফিসের স্থায়ী আমানতে কেউ বিনিয়োগ করলে দীর্ঘ ৫ বছরের জন্য ৭.৫০ শতাংশ সুদ পাওয়া যায়। ছবি- পিটিআই
5/10

তবে এই ফিক্সড ডিপোজিটে কেউ চাইলে ১ বছর, ২ বছর বা ৩ বছরের জন্যও বিনিয়োগ করতে পারেন। সেক্ষেত্রে বদলে যাবে সুদের হার। ছবি- পিটিআই
6/10

১ বছরের এফডিতে পাবেন ৬.৯০ শতাংশ সুদ, ৩ বছরের এফডি করালে পাবেন ৭.১০ শতাংশ সুদ। ছবি- পিটিআই
7/10

এই এফডি মূলত কোনও সিঙ্গল অ্যাকাউন্ট বা জয়েন্ট অ্যাকাউন্টের মাধ্যমে করাতে পারেন আপনি। ছবি- ফ্রিপিক
8/10

বিনিয়োগের ক্ষেত্রে ন্যূনতম সীমা হল ১০০০ টাকা এবং ১০০ টাকার গুণিতকে বিনিয়োগ করা যায়। তবে সর্বোচ্চ কোনও সীমা নেই। ছবি- ফ্রিপিক
9/10

পোস্ট অফিসের এই প্রকল্পে ৩ লাখ টাকা ৫ বছরের জন্য স্থায়ী আমানতে বিনিয়োগ করলে আপনি শুধু সুদই পাবেন ১.৩৫ লাখ টাকা। ছবি- ফ্রিপিক
10/10

পোস্ট অফিসের এফডিতে ৫ বছর পর আপনি ৩ লাখ টাকার উপর মোট সুদ সহ রিটার্ন পাবেন ৪ লাখ ৩৫ হাজার টাকা। ছবি- ফ্রিপিক
Published at : 27 Jun 2024 01:10 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























