এক্সপ্লোর
Small Saving Schemes : ৭ শতাংশের বেশি সুদ , জানেন এই বেশি মুনাফার স্কিমগুলির নাম ?
এই স্কিমগুলিতে লগ্নি করলে পাবেন ৭ শতাংশ সুদ।
1/6

কম টাকা জমিয়ে সুনিশ্চিত ভবিষ্যতের জন্য ভেবে দেখতে পারেন এই স্মল সেভিংস স্কিমগুলি (Small Saving Schemes)। নিম্নগামী সুদের হারের বাজারে ৭ শতাংশের বেশি ইন্টারেস্ট দিচ্ছে এর মধ্যে বেশকিছু স্কিম। জেনে নিন সেই যোজনার বিস্তারিত বিবরণ।
2/6

১ সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Account Scheme) সরকারি এই স্মল সেভিংস স্কিমের মধ্যে সবথেকে বেশি সুদ পাওয়া যায় সুকন্যা সমৃদ্ধি যোজনায়। এই যোজনায় টাকা রাখলে বছরে ৭.৬ শতাংশ সুদ পেতে পারেন বিনিয়োগকারী। সুদের হারের ওপর ভিত্তি করে ৯ বছরে এই প্রকল্পের টাকা ডবল হয়ে যায়। তবে এই প্রকল্পের রয়েছে কিছু নির্দিষ্ট নিয়ম। সেই অনুযায়ী বছরে ন্যূনতম ২৫০ টাকা অ্যাকাউন্টে জমা করতেই হবে আমানতকারীকে। টাকা রাখার নিয়ম অনুসারে বছরে সর্বোচ্চ ১,৫০,০০০টাকা রাখতে পারবেন গ্রাহক। বিনিয়োগকারীকে ব্যাঙ্ক বা পোস্ট অফিসে যেখানে তিনি অ্যাকাউন্ট খুলেছেন সব সময় ৫০ টাকার গুনিতকে টাকা জমা করতে হবে। সেই ক্ষেত্রে একবারের বেশি টাকা রাখতে পারেন গ্রাহক অথবা রয়েছে মাসে মাসে জমা দেওয়ার সুবিধা।
Published at : 17 Nov 2021 05:51 PM (IST)
আরও দেখুন






















