এক্সপ্লোর
PSU Stocks : ২০০ টাকার নীচে এই সরকারি কোম্পানিগুলির স্টক দিচ্ছে দারুণ রিটার্ন, কাদের নাম রয়েছে ?

Share Market
1/8

পাওয়ার পিএসইউ স্টক বিনিয়োগকারীদের ধারাবাহিক ইতিবাচক রিটার্ন দিয়েছে। IREDA 37 তম বার্ষিক সাধারণ সভা (AGM) 24 জুন, 2024 সোমবার অনুষ্ঠিত হবে৷ এই স্করে বিষয়ে আশাবাদী ব্রোকারেজ ফার্মগুলি।
2/8

ব্রোকারেজ ফার্ম চয়েস ইক্যুইটি ব্রোকিং এর আগে IREDA-তে কেনার পরামর্শ দিয়েছিল। ব্রোকারেজ ফার্মটি IREDA শেয়ারের টার্গেট 203 টাকা রেখেছে। এখন 170 টাকার রেঞ্জে রয়েছে স্টক।
3/8

Indian Renewable Energy Development Agency (IREDA) গত মাসে প্রায় 2.81% হ্রাস পেয়েছিল স্টক। বিএসই বলছে, গত ছয় মাসে 61.10% লাভ দিয়েছে এই কোম্পানি।
4/8

ব্রোকারেজ ফার্ম মতিলাল ওসওয়াল রাষ্ট্রায়ত্ত কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি) লিমিটেডের শেয়ারকে 'বাই' রেটিং দিয়েছে। আইওসি এই বছরের শুরুর এপ্রিলে 2024 (Q4 FY24) অর্থবছরের চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করেছে। শেয়ারহোল্ডারদের জন্য 7 টাকা লভ্যাংশ ঘোষণা করেছে।
5/8

IOC হল একটি তেল ও গ্যাস কোম্পানি যা পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন। PSU স্টক বর্তমানে 200 টাকার নিচে ট্রেড করছে।
6/8

14 জুন শুক্রবার IOC-এর শেয়ার এনএসই-তে 170.36 টাকায় বন্ধ হয়েছে, যা এর আগের বন্ধ মূল্যের তুলনায় 0.83 শতাংশ বেড়েছে। বর্তমান বাজার মূল্যে, PSU স্টকটি তার মূল স্বল্প-মেয়াদী এবং দীর্ঘমেয়াদী চলমান গড়ের উপরে ট্রেড করছে।
7/8

ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন (IRFC) হল বাজার শেয়ারের দিক থেকে ভারতের বৃহত্তম রেলওয়ে স্টক। এই শীর্ষ লভ্যাংশ-প্রদানকারী স্টকটি 2023 সাল থেকে তার বিনিয়োগকারীদের অসাধারণ রিটার্ন দিয়েছে এবং 2024 এ এখনও পর্যন্ত তা অব্যাহত রেখেছে
8/8

বৃহস্পতিবার ২০ জুন IRFC 173 টাকায় রয়েছে। তাই এই ২০০ টাকার নীচের স্টকে নজর রাখতে পারেন আপনি। সরকারি সংস্থা হওয়ায় বেশকিছু বরাত এসেছে কোম্পানির ঝুলিতে। তাই ত্রৈমাসিক ফল ভাল হওয়ার আসা করছেন বিনিয়োগকারীরা।
Published at : 20 Jun 2024 01:45 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
