এক্সপ্লোর
Public Provident Fund : প্রভিডেন্ট ফান্ডেও আছে এই সুবিধা, আপনি জানেন কি ?
PPF মেয়াদের আগে বন্ধ করতে চান ? মানতেই হবে এই নিয়ম।
1/6

কোভিডকালে ত্রাতা হয়ে দাঁড়িয়েছে স্বল্প সঞ্চয় প্রকল্প পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)। চাকরি হারিয়ে এখন সংসার চালাতে পিপিএফ-ই ভরসা বহু মানুষের। জানেন কোন-কোন ক্ষেত্রে ম্যাচুরিটির আগেই PPF অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারবেন আপনি ?
2/6

দেশের সঞ্চয়ের ইতিহাস বলছে, ঝুঁকিবিহীন রিটার্নের ক্ষেত্রে পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা PPF-এর জুড়ি মেলা ভার। ঝুঁকিহীন রিটার্নের সঙ্গে এই স্কিমে রয়েছে আয়কর ছাড়ের সুবিধা। বর্তমানে ১৫ বছরের ম্যাচুরিটি মেয়াদের ভিত্তিতে ৭.২১ শতাংশ সুদ দিচ্ছে পিপিএফ। তবে কিছু ক্ষেত্রে ম্যাচুরিটির সময়ের আগেই টাকা তুলে এই অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারবেন গ্রাহকরা।
Published at : 05 Dec 2021 10:40 AM (IST)
আরও দেখুন






















