এক্সপ্লোর
ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ! ১ জুন থেকে কোন নিয়মে বদল ?
Gas Cylinder
1/9

iমে মাস শেষের পথে, জুন শুরু হতে চলেছে। প্রতি মাসের মতো সামনের মাসেও অনেক আর্থিক নিয়মে পরিবর্তন হবে। যার সরাসরি প্রভাব পড়বে আপনার পকেটে। বৈদ্যুতিক গাড়ি, রান্নার গ্যাসসহ ৫টি বড় পরিবর্তন হবে জুনের শুরুতে। জেনে নিন, জুন থেকে কী পরিবর্তন?
2/9

আরবিআই ১ জুন থেকে একটি বিশেষ প্রচার চালাবে। যার মাধ্যমে ব্যাঙ্কে জমা দাবি না করা অর্থের নিষ্পত্তি করা হবে। এর নাম দেওয়া হয়েছে '100 Days 100 Payments'। আরবিআই সব ব্যাঙ্ককে এই বিষয়ে জানিয়েছে। এই প্রচারাভিযানের আওতায় ১০০ দিনে ১০০টি দাবিহীন আর্থিক আমানতের নিষ্পত্তি করা হবে।
Published at : 29 May 2023 06:54 AM (IST)
আরও দেখুন






















