By : ABP Ananda | Updated at : 29 Mar 2024 06:52 AM (IST)
SBI
1/9
১ এপ্রিল থেকেই স্টেট ব্যাঙ্কের (SBI) গ্রাহকদের জন্য বড় ধাক্কা লাগতে চলেছে। এবার থেকে সরকারি ব্যাঙ্কের বিভিন্ন ডেবিট কার্ডে (SBI Debit Card) লাগবে আরও টাকা। মূলত, ব্যাঙ্কের বার্ষিক রক্ষণাবেক্ষণ চার্জ বাড়ানোর ঘোষণা করেছে ব্যাঙ্ক। যা আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে।
2/9
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট বলছে,ব্যাঙ্কের বিভিন্ন ডেবিট কার্ডের ক্ষেত্রে বার্ষিক রক্ষণাবেক্ষণ চার্জ 75 টাকা পর্যন্ত বাড়ানো হচ্ছে। ডেবিট কার্ডের নতুন বার্ষিক রক্ষণাবেক্ষণ চার্জ 1 এপ্রিল, 2024 থেকে কার্যকর হবে৷
3/9
দেশের কোটি কোটি মানুষ SBI ডেবিট কার্ড ব্যবহার করেন৷ গ্রাহক সংখ্যার দিক থেকেও SBI দেশের বৃহত্তম ব্যাঙ্ক৷ তাই এটা ব্যাঙ্কের গ্রাহকদের জন্য বড় ধাক্কা।
4/9
SBI ক্লাসিক, সিলভার, গ্লোবাল, কন্টাক্টলেস ডেবিট কার্ডের ক্ষেত্রে এখন গ্রাহকদের রক্ষণাবেক্ষণ চার্জ হিসাবে 200 টাকা প্লাস GST দিতে হবে। বর্তমানে এই চার্জ 125 টাকা প্লাস জিএসটি। একইভাবে, যুবা, গোল্ড, কম্বো ডেবিট কার্ড, মাই কার্ড (ইমেজ কার্ড) এর ক্ষেত্রে 175 টাকার পরিবর্তে 250 টাকা ধার্য করা হবে।
5/9
SBI প্লাটিনাম ডেবিট কার্ডে এখন 250 টাকার পরিবর্তে 325 টাকা চার্জ করা হবে। বার্ষিক প্রাইড এবং প্রিমিয়াম বিজনেস ডেবিট কার্ডের রক্ষণাবেক্ষণ চার্জ এখন 350 টাকা থেকে বেড়ে 425 টাকা হবে৷ মনে রাখবেন, এইসব চার্জের জন্য আলাদা GST দিতে হবে৷
6/9
এসবিআই ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও কিছু পরিবর্তন ঘটছে। SBI কিছু ক্রেডিট কার্ডের ক্ষেত্রে, 1 এপ্রিল থেকে রিওয়ার্ড পয়েন্ট সম্পর্কিত পরিবর্তনগুলি কার্যকর হতে চলেছে৷ এই পরিবর্তনের আওতায় কিছু বিশেষ ক্রেডিট কার্ডহোল্ডার আর রেট মেকিংয়ে রিওয়ার্ড পয়েন্টের সুবিধা পাবেন না৷ ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকার লেনদেন করতে হবে।
7/9
এই নতুন সিদ্ধান্তের ফলে এসবিআই কার্ডের সেই ক্রেডিট কার্ডহোল্ডাররা ক্ষতির মুখে পড়তে চলেছেন। যারা এখনও পর্যন্ত ক্রেডিট কার্ডের মাধ্যমে ভাড়ার টাকা দেওয়ার জন্য রিওয়ার্ড পয়েন্টের সুবিধা পেয়েছেন, তাদের সমস্যা হবে।
8/9
এই কার্ডগুলিতে ভাড়ার অর্থ প্রদান থেকে জমা হওয়া পুরষ্কার পয়েন্টগুলি 15 এপ্রিল, 2024-এর পরে শেষ হয়ে যাবে৷
9/9
এর অর্থ আপনি যদি SBI ক্রেডিট কার্ড ব্যবহার করেন এবং ভাড়া পরিশোধের জন্য রিওয়ার্ড পয়েন্ট পেয়ে থাকেন, তাহলে এখনই ব্যবহার করুন, অন্যথায় সেই পুরস্কারগুলি পয়েন্ট শীঘ্রই মেয়াদ শেষ হবে।