এক্সপ্লোর
Fixed Deposit: SBI, HDFC ছাড়াও এই বড় ব্যাঙ্কগুলি এফডিতে কত সুদ দিচ্ছে জানেন ?
FD: এই ব্যাঙ্কগুলি 1, 3 এবং 5-বছরের FD-তে সাধারণ নাগরিকদের ভাল সুদ দিচ্ছে। আয়কর আইন 1961-এর ধারা 80C-এর অধীনে 5-বছরের FD-তে বিনিয়োগও কর সুবিধা প্রদান করে। জেনে নিন, এই ব্যাঙ্কগুলির শেষ সুদের হার।

কোন বড় ব্যাঙ্কগুলি দিচ্ছে এফডিতে কত সুদ ?
1/7

এই ব্যাঙ্কগুলি 1, 3 এবং 5-বছরের FD-তে সাধারণ নাগরিকদের ভাল সুদ দিচ্ছে। আয়কর আইন 1961-এর ধারা 80C-এর অধীনে 5-বছরের FD-তে বিনিয়োগও কর সুবিধা প্রদান করে। জেনে নিন, এই ব্যাঙ্কগুলির শেষ সুদের হার।
2/7

SBI FD সুদের হার SBI 1-বছরে 6.80 শতাংশ, 3-বছরে 6.75 শতাংশ এবং 5-বছরের FD-তে 6.50 শতাংশ সুদের হার অফার করছে। সেই ক্ষেত্রে শেয়ার বাজারের অস্থিরতা না দেখতে চাইলে সহজেই এখানে বিনিয়োগ করতে পারেন।
3/7

HDFC ব্যাঙ্কের সুদের হার HDFC ব্যাঙ্ক 1-বছরে 6.60 শতাংশ, 3-বছরে 7 শতাংশ এবং 5-বছরের FD-তে 7 শতাংশ সুদের হার অফার করে৷ এই ব্যাঙ্ক তিন বছরের ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করলে ৭ শতাংশ সুদ পাবেন।
4/7

PNB FD সুদের হার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) 1-বছরে 6.80 শতাংশ, 3-বছরে 7 শতাংশ এবং 5-বছরের FD-তে 6.50 শতাংশ সুদের হার অফার করে। এই বাজারে সাত শতাংশ এফডিতে সুদ আপনাকে ভাল আর্থিক তহবিল গড়তে সাহায্য় করবে।
5/7

কানারা ব্যাঙ্ক এফডি সুদের হার কানারা ব্যাঙ্ক 1-বছরে 6.85%, 3-বছরে 6.80 শতাংশ এবং 5-বছরের FD-তে 6.70 শতাংশ সুদের হার অফার করে। সেই ক্ষেত্রে চাইলেই তিন বছরে বিকল্প বেছে নিতে পারেন। পেয়ে যাবেন প্রায় সাত শতাংশ সুদ।
6/7

ICICI ব্যাঙ্কের সুদের হার ICICI ব্যাঙ্ক 1-বছরে 6.70 শতাংশ, 3-বছরে 7 শতাংশ এবং 5-বছরের FD-এ 7 শতাংশ সুদের হার অফার করে৷ বেসরকারি এই ব্যাঙ্কও স্টেট ব্যাঙ্ক, HDFC-র মতো আপনাকে তিন বছরের স্থায়ী আমানতে ৭ শতাংশ সুদ দিচ্ছে।
7/7

বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না।
Published at : 16 Oct 2024 09:47 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
ট্রেন্ডিং
