By : ABP Ananda | Updated at : 15 Jul 2023 08:10 AM (IST)
Share Market
1/9
ভারতে এই স্টকগুলির ওপর ভরসা রাখেন বিনিয়োগকারীরা। দীর্ঘ সময় ধরে শেয়ার বাজারের উত্থান পতনেও আমানতকারীদের ভাল লাভের মুখ দেখিয়েছে এই পাঁচ স্টক। সবথেকে বড় বিষয় ভারতীয় বাজারের উত্থানৃ-পতন অনেকটাই নির্ভর করে এই স্টকগুলির ওপর।
2/9
অনেকে অপারেটিং প্রফিটের কথা বিনিয়োগের ক্ষেত্রে বিবেচনা করে। মনে রাখবেন, নেট লাভ একটি কোম্পানির সব দিক দর্শায়। নেট লাভ ঋণের জন্য কর ও সুদের ব্যয়ের মতো খরচের জন্যও হিসাব করে। যা ব্যবসার প্রকৃত উপার্জনকে প্রতিফলিত করে। নেট মুনাফা সব খরচ হিসাব করার পরে লাভের স্টেটমেন্ট আনে, এটি তাই বটম লাইন।
3/9
১) রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশীয় কোম্পানি, যা তেল থেকে রাসায়নিক (02C), তেল ও গ্যাস, খুচরো, ডিজিটাল পরিষেবা ও আর্থিক পরিষেবা বিভাগে কাজ করে। এই কোম্পানি দীর্ঘমেয়াদে কেনার জন্য সেরা শেয়ারগুলির মধ্যে একটি।
4/9
২) টাটা কনসালটেন্সি সার্ভিস (TCS) Tata Consultancy Services Limited (TCS)ও ভারতের কোম্পানি, যা তথ্য প্রযুক্তি (IT) পরিষেবা , ডিজিটাল ও ব্যবসায়িক সমাধান দিয়ে থাকে। এটি ভারতে কেনার জন্য সবচেয়ে নিরাপদ শেয়ারগুলির মধ্যে একটি।
5/9
৩) ইনফোসিস ইনফোসিস লিমিটেড পরামর্শ, প্রযুক্তি, আউটসোর্সিং ও পরবর্তী প্রজন্মের ডিজিটাল পরিষেবাগুলিতে নিযুক্ত রয়েছে। এটি ডিজিটাল পরিষেবা ও পরামর্শ ক্ষেত্রে একটি শীর্ষস্থানীয় ওয়ার্ল্ড লিডার।
6/9
৪) HDFC ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক লিমিটেড (ব্যাঙ্ক) হল একটি আমাদের দেশের বেসরকারি ব্যাঙ্ক। এই আর্থিক প্রতিষ্ঠান পাইকারি ছাড়াও ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং ও বিভিন্ন ব্যাঙ্কিং পরিষেবা দিয়ে থাকে।
7/9
৫) হিন্দুস্তান ইউনিলিভার হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডও একটি ভারতের কোম্পানি। এটি ইউনিলিভার নামে একটি ব্রিটিশ কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান। কোম্পানির সদর দফতর মুম্বইতে । এই কোম্পানি সারা বিশ্বের সবচেয়ে বিখ্যাত FMCG কোম্পানিগুলির মধ্যে একটি। তাই এর শেয়ার বেশিরভাগ বিনিয়োগকারীদের সেরা পছন্দ।
8/9
মনে রাখবেন: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র জানানোর উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি, যে বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ।
9/9
বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সব সময় একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না।