এক্সপ্লোর
Multibagger Stocks: এক বছরে ৩০০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে এই ৬ মাল্টিব্যাগার স্টক
Multibagger Stock
1/9

Share Market: চলতি সপ্তাহে রয়েছে এক ঝাঁক বড় আইপিও-র (IPO) নাম। ভারতের শেয়ার বাজারে আসছে টাটা টেকনোলজিস (Tata Technologies), আইআরইডিএ (IREDEA), ফ্লেয়ার রাইটিং ইন্ডাস্ট্রিজের মতো বড় কোম্পানি। পরিসংখ্যান বলছে, 2022 সালের অক্টোবর-নভেম্বরে ভারতের শেয়ার বাজারে (Share Market) এসেছিল এই ৬টি স্টক। যা আজ পর্যন্ত মাল্টি-ব্যাগার রিটার্ন দিয়েছে।
2/9

১.Bikaji Foods International Limited কোম্পানির শেয়ারগুলি 16 নভেম্বর, 2022 এ বাজারে তালিকাভুক্ত হয়েছিল। সেই সময় প্রতি শেয়ার 321.15 টাকায় এনলিস্ট হয়েছিল বাজারে। বর্তমান বাজার মূল্যের তুলনায় স্টকটি 70 শতাংশের বেশি রিটার্ন দিয়েছে। স্টকটি বর্তমানে 547.25 টাকায় ট্রেড করছে। তালিকাভুক্তির দিনে স্টকটি 1 শতাংশেরও কমে 317.45 টাকায় স্থির হয়।
Published at : 24 Nov 2023 08:44 AM (IST)
আরও দেখুন






















