এক্সপ্লোর
Stock Market Update: এই বাজারেও পাবেন লাভ, যদি মানেন এই পরামর্শ
Share market
1/9
![বাজার বিশেষজ্ঞদের কথাই সত্যি হল। একদিন 'বুলস বুম' দেখিয়ে ধরাশায়ী হল ভারতীয় শেয়ার বাজার। বুধবার বাজার খোলার পর থেকে নামতে থাকে সূচক।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
বাজার বিশেষজ্ঞদের কথাই সত্যি হল। একদিন 'বুলস বুম' দেখিয়ে ধরাশায়ী হল ভারতীয় শেয়ার বাজার। বুধবার বাজার খোলার পর থেকে নামতে থাকে সূচক।
2/9
![মঙ্গলবার একেবারে বুলস মার্কেট দেখেছিল বাজার। একের পর এক বাধার পয়েন্ট টপকে ১৫,৬০০-র গণ্ডি পেরিয়ে গিয়েছিল নিফটি। অনেকের মতে, মার্কিন বাজার ডাও ফিউচারের দিকে তাকিয়ে এই গতি পেয়েছিল ভারতীয় শেয়ার বাজার। যদিও বুধবার পুরো উল্টো পথে হাঁটছে সূচক।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
মঙ্গলবার একেবারে বুলস মার্কেট দেখেছিল বাজার। একের পর এক বাধার পয়েন্ট টপকে ১৫,৬০০-র গণ্ডি পেরিয়ে গিয়েছিল নিফটি। অনেকের মতে, মার্কিন বাজার ডাও ফিউচারের দিকে তাকিয়ে এই গতি পেয়েছিল ভারতীয় শেয়ার বাজার। যদিও বুধবার পুরো উল্টো পথে হাঁটছে সূচক।
3/9
![বাজার বিশেষজ্ঞরা বলছেন, এখনও চিন্তা কমেনি বাজারে। ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টারদের পাশাপাশি দেশীয় বিনিয়োগকারীরাও এখন বাজার থেকে দূরে থাকছেন। ফলে বিক্রি বেড়েই চলেছ ভারতের শেয়ার বাজারে। যার প্রভাব দেখা যাচ্ছে প্রত্যেকের পোর্টফোলিওতে।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
বাজার বিশেষজ্ঞরা বলছেন, এখনও চিন্তা কমেনি বাজারে। ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টারদের পাশাপাশি দেশীয় বিনিয়োগকারীরাও এখন বাজার থেকে দূরে থাকছেন। ফলে বিক্রি বেড়েই চলেছ ভারতের শেয়ার বাজারে। যার প্রভাব দেখা যাচ্ছে প্রত্যেকের পোর্টফোলিওতে।
4/9
![অনেকেরই ধারণা, আমেরিকার শেয়ার মার্কেটের দিকে তাকিয়ে দেশের বাজার। সেই ক্ষেত্রে নিফটি সর্বনিম্ন ১৩,৭৫০ পয়েন্ট পর্যন্ত যেতে পারে।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
অনেকেরই ধারণা, আমেরিকার শেয়ার মার্কেটের দিকে তাকিয়ে দেশের বাজার। সেই ক্ষেত্রে নিফটি সর্বনিম্ন ১৩,৭৫০ পয়েন্ট পর্যন্ত যেতে পারে।
5/9
![তবে কেউ কেউ বলছেন, ১৪,০০০-এর ওপর থেকেও ঘুরে দাঁডা়তে পারে বাজার। সেই ক্ষেত্রে মেজর সাপোর্ট বা রেজিস্ট্যান্ট থেকেই ঘুরে দাঁড়াবে সূচক।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
তবে কেউ কেউ বলছেন, ১৪,০০০-এর ওপর থেকেও ঘুরে দাঁডা়তে পারে বাজার। সেই ক্ষেত্রে মেজর সাপোর্ট বা রেজিস্ট্যান্ট থেকেই ঘুরে দাঁড়াবে সূচক।
6/9
![বাজার বিশেষজ্ঞরা বলছে অস্থিরতার কথা মাথায় রেখে এখন বড় বিনিয়োগের দিকে হাঁটা ঠিক নয়। বরং সেই স্টক বড় সাপোর্টের কাছে এলেই SIP করা উচিত আমানতকারীদের।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
বাজার বিশেষজ্ঞরা বলছে অস্থিরতার কথা মাথায় রেখে এখন বড় বিনিয়োগের দিকে হাঁটা ঠিক নয়। বরং সেই স্টক বড় সাপোর্টের কাছে এলেই SIP করা উচিত আমানতকারীদের।
7/9
![বিশেষজ্ঞদের আশঙ্কা, বিশ্ববাজারের মন্দা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এত সহজে সেই পরিস্থিতি ঠিক হওয়ার নয়। তাই এখনই বড় ফাটকা খেললে তার ফল ভুগতে হবে বিনিয়োগকারীদের।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
বিশেষজ্ঞদের আশঙ্কা, বিশ্ববাজারের মন্দা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এত সহজে সেই পরিস্থিতি ঠিক হওয়ার নয়। তাই এখনই বড় ফাটকা খেললে তার ফল ভুগতে হবে বিনিয়োগকারীদের।
8/9
![এদিন বেলা দশটার মধ্যে নিফটি আইটি ১.৩৩ শতাংশ পড়ে যায়। যার প্রভাব দেখা যায় আইটি স্টকগুলোতে। টিসিএস, ইনফোসিসি, উইপ্রো সব স্টকই আজ লালে ট্রেড করছে।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
এদিন বেলা দশটার মধ্যে নিফটি আইটি ১.৩৩ শতাংশ পড়ে যায়। যার প্রভাব দেখা যায় আইটি স্টকগুলোতে। টিসিএস, ইনফোসিসি, উইপ্রো সব স্টকই আজ লালে ট্রেড করছে।
9/9
![গতকালের পর এই স্টকগুলিকে বিক্রি জারি রয়েছে। সব থেকে খারাপ অবস্থা নিফটি মেটালের । যেখানে ৪ শতাংশের বেশি পড়েছে সূচক। হাহাকার লেগে গিয়েছে সেইল, ন্যাশনাল অ্যালুমুনিয়াম, হিন্দুস্থান কপারের মতো স্টকগুলিতে।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
গতকালের পর এই স্টকগুলিকে বিক্রি জারি রয়েছে। সব থেকে খারাপ অবস্থা নিফটি মেটালের । যেখানে ৪ শতাংশের বেশি পড়েছে সূচক। হাহাকার লেগে গিয়েছে সেইল, ন্যাশনাল অ্যালুমুনিয়াম, হিন্দুস্থান কপারের মতো স্টকগুলিতে।
Published at : 22 Jun 2022 11:12 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
খবর
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)