এক্সপ্লোর
ঘূর্ণিঝড়ের পর নিম্নচাপের বৃষ্টিতে জলের তলায় দক্ষিণ ২৪ পরগনার সাগর, রায়দিঘি ও উত্তরের মিনাখাঁ
1/4

প্রবল বৃষ্টিতে একই অবস্থা উত্তর ২৪ পরগনার মিনাখাঁতেও। বিদ্যাধরী নদীর বাঁধ ভেঙে মোহনপুর পঞ্চায়েতের হরিণহুলা, চণ্ডীবাড়ি, মল্লিকভেড়ি-এলাকায় জলের তলায় চাষের জমি। ঘরে জল ঢুকে বেঘর হয়েছেন অনেকে। আকাশে কালো মেঘ দেখলেই বুক দুরুদুর করে এখানকার মানুষদের। কবে বদলাবে পরিস্থিতি, সেদিকেই তাকিয়ে সকলে।
2/4

ঘূর্ণিঝড়ের সময় বাঁধ ভেঙেছিল দক্ষিণ ২৪ পরগনার সাগরে। সেইসময় অস্থায়ীভাবে বাঁধ মেরামতিও করে সেচ দফতর। কিন্তু, নিম্নচাপের জেরে দুদিনের নাগাড়ে বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় ফের বিপত্তি। বাঁধ উপচে সমুদ্রের নোনা জল ঢুকেছে লোকালয়ে। প্লাবিত বঙ্কিমনগর, সুমতিনগর, বোটখালি-সহ বিস্তীর্ণ এলাকা।
Published at :
আরও দেখুন






















