এক্সপ্লোর
Belur Math Shodashi Puja: রীতি মেনে আরাধনা, ফলহারিণী অমাবস্যায় বেলুড় মঠে ষোড়শী পুজোর আয়োজন
Belur Math: ১২৮০ বঙ্গাব্দের ১৩ জ্যৈষ্ঠ ফলহারিণী কালী পুজোর দিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রীমা সারদাদেবীকে সাক্ষাৎ ষোড়শী জ্ঞানে পুজো করেন।
ছবি সৌজন্যে- রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠের ফেসবুক পেজ
1/8

জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজো হয়। গতকাল দক্ষিণশ্বের, তারাপীঠ সহ বিভিন্ন জায়গায় এই পুজোর আয়োজন করা হয়।
2/8

‘ফলহারিণী’ নামেই প্রকাশ যিনি ফল হরণ করেন। অর্থাৎ এই তিথিতে পুজো করলে দেবী ভাল-মন্দ সকল কর্মফল হরণ করে ইপ্সিত বা অভীষ্ট ফল ও মোক্ষ বা পারমার্থিক ফল প্রদান করেন।
Published at : 27 May 2025 02:58 PM (IST)
আরও দেখুন






















