এক্সপ্লোর
Birbhum: দেড় হাজার বছরের ঐতিহ্য আঁকড়ে লক্ষ্মীপুজো বীরভূমের ময়ূরেশ্বরে ঘোষ গ্রামে
Laxmi Puja:এই গ্রামের আরোধ্যা দেবী মা লক্ষ্মী। তাই গ্রামের কোনও বাড়িতে আলাদা করে লক্ষ্মীপুজো হয় না। মন্দিরেই দেবীর আরাধনা করেন গ্রামবাসীরা। সেই পুজোরই প্রস্তুতি নিচ্ছে বীরভূমের ময়ূরেশ্বরে ঘোষ গ্রাম।
বাড়ি নয়, গ্রামের মন্দিরেই লক্ষ্মীপুজোর প্রস্তুতি নিচ্ছে বীরভূমের ময়ূরেশ্বরে ঘোষ গ্রাম
1/8

এই গ্রামের আরোধ্যা দেবী মা লক্ষ্মী। তাই গ্রামের কোনও বাড়িতে আলাদা করে লক্ষ্মীপুজো হয় না। মন্দিরেই মা লক্ষ্মীর আরাধনা করেন গ্রামবাসীরা
2/8

সেই পুজোরই প্রস্তুতি নিচ্ছে বীরভূমের ময়ূরেশ্বরে ঘোষ গ্রাম। কিন্তু কোথা থেকে শুরু হল এখানকার পুজো? ইতিহাসটি একেবারে অন্যরকম।
Published at : 08 Oct 2022 07:23 PM (IST)
আরও দেখুন






















