এক্সপ্লোর
Cyclone Sitrang: চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় সিত্রাং, উপকূলবর্তী এলাকায় বইতে পারে ঝোড়ো হাওয়া
Weather: আগামীকাল দুই ২৪ পরগনায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা
নিম্নচাপ পরিণত হয়েছে অতি গভীর নিম্নচাপে
1/7

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় সিত্রাং। আশঙ্কা বাড়িয়ে নিম্নচাপ পরিণত হয়েছে অতি গভীর নিম্নচাপে।
2/7

এই মুহূর্তে পোর্ট ব্লেয়ার থেকে ৫৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং সাগর দ্বীপের ৭০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে অতি গভীর নিম্নচাপ।
3/7

আগামীকাল কালীপুজোর সকালেই তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার ভোরে বাংলাদেশের তিনকোণা দ্বীপ ও সন্দীপের মাঝামাঝি উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় সিত্রাং। এর প্রভাবে বাংলার উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামীকাল দুই ২৪ পরগনায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা।
4/7

ঝড়খালি কোস্টাল থানার তরফে মাইকে চলছে সতর্কতামূলক প্রচার। নদী তীরবর্তী এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হচ্ছে। মত্স্যজীবীদের জন্যও চলছে প্রচার।
5/7

অমাবস্যার কারণে সমুদ্রে জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকায়, ব্লক প্রশাসনকেও সতর্ক থাকতে বলা হয়েছে। প্রয়োজনে নীচু এলাকার বাসিন্দাদের সরিয়ে ফ্লাড সেন্টারে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।
6/7

ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুরেও। কলকাতা, হাওড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুরে আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
7/7

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ধেয়ে আসার আশঙ্কা। উপকূলবর্তী জেলাগুলিতে শুরু হয়েছে প্রস্তুতি। ইতিমধ্যেই সমুদ্র থেকে ফিরতে শুরু করেছে মাছ ধরার ট্রলার। স্থানীয় মত্স্যজীবীদেরও সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে।
Published at : 23 Oct 2022 12:32 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























