এক্সপ্লোর
Advertisement

Darjeeling: গান-নাচ-খাবারে ডিসেম্বরে জমজমাট পাহাড়ের 'ফেস্ট'!
Darjeeling Tourism: দার্জিলিং পুলিশের তরফে আয়োজন করা হয়েছে এই ফেস্ট।

নিজস্ব চিত্র
1/9

ডিসেম্বরে পাহাড়ের কোলে পর্যটকদের ঢল। আর সেই সময়েই দার্জিলিংয়ে চলছে একটি বিশেষ ফেস্ট
2/9

দার্জিলিং পুলিশের আয়োজনে পাহাড়ে চলছে মেলো টি- ফেস্ট (Melo Tea Fest)
3/9

২২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই বিশেষ অনুষ্ঠান। এদিন সকালে দার্জিলিং চৌরাস্তা মলে আয়োজিত হয় উদ্বোধনী অনুষ্ঠান।
4/9

পাহাড়ের সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে।
5/9

২ দিন ধরে চলবে দার্জিলিং পুলিশ আয়োজিত মেলো টি-ফেস্ট। আজ প্রথম দিন।
6/9

পাহাড়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত গানের সংস্কৃতি। এই ফেস্টেও একাধিক গানের অনুষ্ঠান রাখা হয়েছে। একাধিক গানের ব্যান্ড অনুষ্ঠান করবে।
7/9

এদিন জিটিএ-এর প্রধান অনীত থাপা মেলো -টি ফেস্টেক উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল। ডিআইজি দার্জিলিং রেঞ্জ সন্তোষ নিম্বলকর।
8/9

এদিনের অনুষ্ঠানে ব্য়ান্ড পার্টি, বাদ্যযন্ত্র সহকারে ফেরিও হয়। পাহাড়ের সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয়েছিল সেই ফেরিতে।
9/9

এদিন ছিল খাবারের বিভিন্ন স্টল। দেখা গিয়েছে চায়ের স্টল। সেখানে ভিড়ও ছিল চোখে পড়ার মতো।
Published at : 22 Dec 2023 07:19 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
জেলার
Advertisement
ট্রেন্ডিং
