এক্সপ্লোর
Durga Puja 2023:দেদার আড্ডায় মহাষষ্ঠীর সন্ধেয় জমজমাট ম্যাডক্স স্কোয়ার
Maddox Square Park: অনন্য সব থিমের ভাবনায় মণ্ডপসজ্জা, প্রতিমার আদল। এসবের মধ্যে ম্যাডক্স স্কোয়ারের পুজো মানেই সাবেকিয়ানা।
মহাষষ্ঠীর সন্ধের সেজে উঠছে ম্যাডক্স স্কোয়ার
1/9

মহাষষ্ঠীর সন্ধে মানেই পুজো পুরোদস্তুর শুরু। উত্তর থেকে দক্ষিণ, সর্বত্র কাতারে কাতারে দর্শনার্থীর ঢল। অনন্য সব থিমের ভাবনায় মণ্ডপসজ্জা, প্রতিমার আদল। এসবের মধ্যে ম্যাডক্স স্কোয়ারের পুজো মানেই সাবেকিয়ানা।
2/9

অলংকারে ভরা মাতৃমূর্তি, সাবেকি মণ্ডপসজ্জায় বাঙালির সেই চেনা দুর্গাপুজোর মেজাজ ধরে রেখেছে দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় এই পুজো।
Published at : 20 Oct 2023 10:38 PM (IST)
আরও দেখুন






















