এক্সপ্লোর
Durga Puja 2022: মা আসছেন কৈলাস থেকে, খাতিরযত্ন শিশমহলেই, সেজে উঠছে মহম্মদ আলি পার্ক
Muhammad Ali Park: মহম্মদ আলি পার্কের শেষমুহূর্তের প্রস্তুতি চলছে। দলে দলে দর্শনার্থীরা ভিড় করবেন বলে আশাবাদী পুজো কর্তৃপক্ষ।
মহম্মদ আলি পার্কের শেষমুহূর্তের প্রস্তুতি চলছে।
1/10

কৈলাস থেকে ধরাধামের রাস্তা কম নয়। তাই ছেলেমেয়ে নিয়ে ক’দিন যাতে বিশ্রাম নিতে পারেন দেবী, তার জোর প্রস্তুতি চলছে মহম্মদ আলি পার্কের পুজোয়। এ বছর চোখ ধাঁধানো আয়োজন সেখানে। দেবীর জন্য গড়ে তোলা হচ্ছে আস্ত শিশমহল।
2/10

শহরের অন্যতম জনপ্রিয় পুজো মহম্মদ আলি পার্কের পুজো। এ বছর ৫৪ বছর পূর্তি। এ বার দেবী অধিষ্ঠিত হবেন আস্ত শিশমহলে।
Published at : 22 Sep 2022 04:38 PM (IST)
আরও দেখুন






















