By : abp ananda | Updated at : 12 Mar 2022 07:00 PM (IST)
office-620822_1920
1/7
মোবাইলে ঢুকতে শুরু করল একের পর এক মেসেজ! একসঙ্গে অনেকগুলো মেসেজ! কৌতূহলের বশে তার কোনও একটাতে ক্লিক করে বসলেন। ব্যস!
2/7
সাইবার জালিয়াতরাও ধুরন্ধর ভাইরাসেরই পন্থা অবলম্বন করছে। সাধারণ মানুষের টাকা হাতিয়ে নিতে প্রায়ই সামনে আসছে তাদের নিত্যনতুন ফন্দি।
3/7
একটি হল ‘টেক্সট মেসেজ ব্লাস্ট’। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, এই পদ্ধতিতে কম করে ১০ থেকে ১৫টি টেক্সট মেসেজ প্রতারকরা পরপর মোবাইলে পাঠাতে থাকে।
4/7
এক যোগে এত মেসেজ পাঠানো হয় বলে সাইবার বিশেষজ্ঞরা একে বলছেন ‘টেক্সট মেসেজ ব্লাস্ট’ বা মেসেজ বিস্ফোরণ।
5/7
সাইবার বিশেষজ্ঞদের মতে, গুগল সার্চ ইঞ্জিনে এধরনের মেসেজ ব্লাস্টের অ্যাপলিকেশন বা অ্যাপ পাওয়া যায়। সেই অ্যাপ ডাউনলোড করে, নিজের মতো করে কনটেন্ট লিখে একসঙ্গে অনেক ব্যক্তিকে পাঠানো যায়।