এক্সপ্লোর
North Bengal Weather : ভারী বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি উত্তরবঙ্গে, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, ভেঙে পড়ল বাড়ি-ব্রিজ
উত্তরবঙ্গে দুর্যোগে বেড়েই চলেছে মৃতের সংখ্যা
1/7

উত্তরে ভয়াবহ বিপর্যয়ে এখনও অবধি ২০ জনের মৃত্যুর খবর মিলেছে । NDRF সূত্রে খবর, এর মধ্যে সারসালিতে দুই জনের মৃত্যু হয়েছে।
2/7

যশবীরগ্রাম ও মিরিক বস্তিতে দুই জন প্রাণ হারিয়েছেন। ধারগ্রাম ও মেচিতে মৃত ৪ ও মিরিক লেকে মৃতের সংখ্যা ১ জন। মিরিক লেকে নিখোঁজ একাধিক ।
3/7

ইতিমধ্য়েই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে জলের তোড়ে ভেঙে গিয়েছে উত্তরবঙ্গের সেতু। তলিয়ে গিয়েছে যোগাযোগের গুরুত্বপূর্ণ রাস্তা। এহেন পরিস্থিতিতে আগামীকাল উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
4/7

ভারী বৃষ্টির জেরে বহু রাস্তায় ধস, ব্যাহত যোগাযোগ ব্যবস্থা দার্জিলিং-কালিম্পং রাস্তা পুরোপুরি বন্ধ। শিলিগুড়ি-কালিম্পং রাস্তাও কার্যত বন্ধ।
5/7

দুধিয়া ব্রিজ ভেঙে যাওয়ায় শিলিগুড়ির সঙ্গে মিরিকের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। মিরিকের সৌরেনি এলাকায় ধসে মৃত্যু ২ শিশুর। এখনও চার জন ধসে আটকে রয়েছে বলে খবর। চলছে উদ্ধারকার্য।
6/7

ফুঁসছে তিস্তা-বালাসন-সহ একাধিক নদী। দার্জিলিঙের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হয়েছে এগারো জনের মৃতদেহ, জলপাইগুড়িতে মৃতের সংখ্য়া এক। এখনও নিখোঁজ বহু মানুষ। শিলিগুড়ির সঙ্গে দার্জিলিঙের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে।
7/7

৭ তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। ফলে বিপর্যয় আরও ভয়ঙ্কর জায়গায় পৌঁছতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Published at : 05 Oct 2025 07:55 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















