এক্সপ্লোর
Anubrata Partha : অনুব্রতকে 'গরু চোর', পার্থকে 'চোর' , দুই হেভিওয়েটকে লক্ষ্য করে স্লোগানের তির
সূত্রের খবর, জেলের মধ্যেও পার্থ চট্টোপাধ্যায়কে ‘চোর’ বিদ্রূপ শুনতে হচ্ছে।
অনুব্রতকে 'চোর', পার্থকে 'গরু চোর', দুই হেভিওয়েটকে লক্ষ্য করে স্লোগানের তির
1/9

পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার অনুব্রত মণ্ডল! SSKM হাসপাতাল থেকে বেরনোর সময় অনুব্রত মণ্ডলকে উদ্দেশ্য করে উড়ে এল ‘গরু চোর’ বিদ্রূপ !
2/9

এসএসকেএম হাসপাতালে অনুব্রত মণ্ডলকে ‘গরু চোর’ বলে বিদ্রূপ করা হল। এর আগে ভুবনেশ্বর এইমসে চিকিৎসা করাতে গিয়ে, সেখানে চিকিৎসা করাতে আসা রোগীর আত্মীয়দের দেওয়া ‘চোর’ স্লোগান শুনতে হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে।
3/9

অনুব্রত মণ্ডল পৌছঁনোর আগেই, তাঁর জন্য উডবার্ন ব্লকের তিন তলায় ২১৬ নম্বর ঘর প্রস্তুত রাখা হয়েছিল। সকাল সাড়ে দশটা নাগাদ, মেডিক্যাল বোর্ডের সদস্যদের নিয়ে বৈঠকে বসেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু সাধারণ মানুষের কাছ থেকে হাইপ্রোফাইল নেতার তরফে উড়ে এল এই তীক্ষ্ণ বিদ্রুপ।
4/9

এর আগে, ভুবনেশ্বর AIIMS’এ পার্থ চট্টোপাধ্যায়কে দেখে 'চোর চোর চোর' বিক্ষোভে ফেটে পড়েন বাংলা থেকে সেখানে চিকিত্সার জন্য যাওয়া রোগী ও তাঁদের পরিজনরা।
5/9

এরপর, গত মঙ্গলবার জোকা ESI হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে গেলে পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে জুতো ছোঁড়েন এক মহিলা।
6/9

এই আবহেই এবার জেলে পার্থ চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে কটূক্তি করল বন্দিদের একাংশ! প্রেসিডেন্সি জেলের ভিতরে অরবিন্দ সেলের পাশে রয়েছে একটি কালী ও শিব মন্দির।
7/9

সোমবার সকালে, স্নানের পর সেখানে পুজো করতে যান পার্থ চট্টোপাধ্যায়। তখন প্রাক্তন শিক্ষামন্ত্রীকে দেখে, বন্দিদের একদল ‘চোর... চোর...’ বলে চিৎকার করে।
8/9

অন্যদল বলে ‘অর্পিতা... অর্পিতা... অর্পিতা’। সূত্রের খবর, এই ঘটনার যেন আর পুনরাবৃত্তি না হয় ওয়ার্ড মেটদের ডেকে বলা হয় জেল কর্তৃপক্ষের তরফে। বন্দিদের বিষয়টি বোঝানোর নির্দেশ দেওয়া হয়েছে।
9/9

এর মধ্যেই সোমবার দুপুর সাড়ে ৩টে নাগাদ SSKM হাসপাতাল থেকে বের হন অনুব্রত মণ্ডল। সেই সময়, অনুব্রত মণ্ডলকে দেখে ‘গরু চোর’ বলেন কয়েকজন।
Published at : 09 Aug 2022 01:54 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















